Bardhaman News : ফাঁকা বাড়িতে বৃহন্নলাদের ‘হম্বিতম্বি’, হাল খারাপ বধূর! হাসপাতালে শুয়ে পারভিন বললেন… – bardhaman housewife beaten by transgenders for raising voice against extortion


বৃহন্নলাদের জোর জুলুম, ১২ হাজার টাকার দাবি। টাকা না পাওয়ায় গৃহবধূকে মারধর। বর্ধমানে কালনাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আক্রান্ত গৃহবধূর নাম পারভিন বিবি। পরিবারের অভিযোগ, চাহিদা মতো টাকা না পাওয়ার কারণে ওই গৃহবধূকে মারধর করেন বৃহন্নলারা। পারভিন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটনা ঘটল কালনায়?

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে কালনার বাঘনা পাড়ার কৈখালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পারভিন সন্তানের জন্ম দেন। সেই কারণে বৃহন্নলারা তাঁর বাড়িতে আসেন। বৃহন্নলাদের তরফে ১২ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু পারভিনের স্বামী দিনমজুরের কাজ করেন। সেই কারণে টাকা দিতে অস্বীকার করে পারভিন। তখনই ওই বৃহন্নলারা হুমকি দেন বলে অভিযোগ। সেদিন চলে গেলেও প্রায়ই বাড়িতে এসে টাকা দাবি কর তাঁরা, এমনটাই পরিবারের অভিযোগ।

Pradip Mazumdar : মাছ ধরাকে কেন্দ্র করে পঞ্চায়েতমন্ত্রীর বাড়ি ‘ভাঙচুর’, ধুন্ধুমার বর্ধমানের মাধবডিহিতে
পরিবার সূত্রে জানা গিয়েছে, পরে একদিন ফের বৃহন্নলারা বাড়িতে এসে টাকা দাবি করে। তখন টাকা না দেওয়ার কারণে ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে গৃহবধূকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত বৃহন্নলাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কী বলছেন পারভিন?

কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পারভিন বিবি বলেন, ‘সন্তান জন্ম হওয়ার পর আমার বাড়িতে বৃহন্নলাদের কয়েক জন এসেছিল। আমার থেকে তারা ১২ হাজার টাকা দাবি করে। আমার স্বামী দিন মজুরের কাজ করেন। আমি জানিয়ে দিই এই টাকা দেওয়া সম্ভব নয়। সেদিন বাড়ি থেকে চলে গেলেও ওরা পরে একদিন ফিরে আসে। ফের টাকা দাবি করে। অত টাকা দিতে পারব না বলার পর আমাকে মারধর করা হয়। মারধর করার পরেও পাঁচ হাজার টাকা ও খাদ্য সামগ্রীও নিয়ে গিয়েছে।’ গৃহবধূর পরিবার জানিয়েছে, তাঁরা থানায় অভিযোগ জানানোর কথা ভাবছেন।

স্থানীয় বাসিন্দা অমিত মণ্ডল বলেন, ‘দিনে দুপুরে বাড়িতে ঢুকে এমন ঘটনা কিন্তু মোটেই মেনে নেওয়া যায় না। টাকা চাইতে পারে, কিন্তু না দেওয়ায় একজনকে এভাবে মারধর করবে? প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নইলে এই ধরনের ঘটনা ঘটেই যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *