Jyotipriya Mallick : ‘খাবার দিতে এসেছি…’, সিজিওতে হাজিরা দিয়ে বললেন ‘বিরক্ত’ বালুর পরিচারক – jyotipriya mallick house servant came at ed office related with ration scam


শুক্রবার বেলায় ইডি দফতরে হাজির দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রাম স্বরূপ শর্মা। সিজিওতে ঢোকার সময় দেখা যায়, তাঁর হাতে বেশ কিছু নথি রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল বলে খবর। তবে, সাংবাদিকরা প্রশ্ন করলে রামস্বরূপ বলেন, ‘দুপুরের খাবার দিতে এসেছেন।’

কী জানা যাচ্ছে?

শুক্রবার ইডি দফতরে আসলেন জ্যোতিপ্ৰিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মা। ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি দফতরে প্রবেশ করার সময় দেখা যায় তার হাতে বেশ কিছু নথি রয়েছে। যদিও তার দাবি. তিনি মন্ত্রীর দুপুরের খাবার দিতে এসেছেন।
জ্যোতিপ্ৰিয় মল্লিকের পরিচারক রাম স্বরূপ শর্মার কেষ্টপুরে ফ্লাট রয়েছে। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের গ্রুপ ডি কর্মী। এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি, কেষ্টপুরের ফ্ল্যাট সংক্রান্ত বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মন্ত্রীর কাছ থেকে টাকা লোন নিয়ে তিনি ওই ফ্ল্যাট কিনেছেন বলে আগে দাবি করেছিলেন রামস্বরূপ।
অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে শুক্রবার ইডি আধিকারিকরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। নিয়মমাখিক স্বাস্থ্য পরীক্ষা করাতে তাঁকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। সল্টলেকের অফিস থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, তাঁর বা হাত এবং বাঁ পা প্রায় প্যারালাইসিস এর জায়গায় চলে যাচ্ছে।

আর কী জানালেন জ্যোতিপ্রিয়?

রাজ্যের বনমন্ত্রী এদিন আরও জানান, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি দাবি করেন, ১৩ তারিখে সাংবাদিকদের সঙ্গে তাঁর আদালতে দেখা হবে।
রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত বুধবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় হঠাৎ প্রশ্ন করেন, _কোন বন্দ্যোপাধ্যায়? “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?’ এরপরেই আত্মপক্ষ সমর্থনে জ্যোতিপ্রিয় বলেছিলেন, ‘ আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, ১৩ তারিখ আমাকে আদালতে পেশ করা হবে। সেখানে দেখতে পাবেন, আমি কতোটা ক্লিয়ার।’

Jyotipriya Mallick : কম্যান্ড হাসপাতালেই জ্যোতিপ্রিয়র চিকিৎসা, নির্দেশ কলকাতা হাইকোর্টের
গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করেছিল ইডি। এরপর তাঁর ঘনিষ্ঠ সহায়ক, প্রক্তন আপ্ত সহায়ক, পরিচারক থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে জেরা করেছে ইডি। এদিন, পরিচারক রামস্বরূপ শর্মাকে ডেকে আরও কিছু তথ্য জানতে পারেন ইডি আধিকারিকরা বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *