Ration Corruption Issue : রেশন দুর্নীতি ইস্যুতে সুকান্তদের আন্দোলনে ঝাঁঝ নেই কেন? প্রশ্ন শাহ-নাড্ডাদের – amit shah and jp nadda question sukanta majumdar over movement on ration corruption issue


এই সময়: রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্য বিজেপি নেতৃত্ব কি আদৌ আন্দোলনের ঝড় তুলতে পেরেছে? প্রশ্নটা উঠেছে গেরুয়া শিবিরের অন্দরেই। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন, এই ইস্যুতে যতটা ঝাঁজালো আন্দোলন করার সুযোগ ছিল বঙ্গ-বিজেপির, তার ধারেকাছেও যেতে পারেনি তারা।

রাজ্য বিজেপি নেতৃত্বের অবশ্য যুক্তি, রেশন দুর্নীতির জাল এমনভাবে গ্রামগঞ্জে ছড়িয়ে আছে, যে এ বিষয়ে আন্দোলন করে মানুষকে নতুন করে সচেতন করার প্রয়োজন নেই! তবে আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে দিল্লিকে জানানো হয়েছে, রেশন দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায় মিছিল হচ্ছে। পাশাপাশি, ২৯ নভেম্বর কলকাতায় বড়সড় আন্দোলন সংগঠিত করার প্রস্তুতিও তুঙ্গে।

বাংলায় বিজেপির আন্দোলনের গতি-প্রকৃতি নিয়ে বারবারই অসন্তোষ প্রকাশ করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অতীতে একাধিকবার বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডারা। তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বঙ্গ-বিজেপি কেন সেগুলি হাতিয়ার করতে পারছে না, সেই প্রশ্ন শাহরা তুলছেন সারদা মামলার শুরুর সময় থেকেই।

এমনকী, বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা স্মরণ করিয়ে রাজ্য বিজেপি নেতাদের পাঠ দেওয়ার চেষ্টাও করেছিলেন অমিত শাহরা। তারপরেও যে বাংলার গেরুয়া নেতাদের টনক নড়েনি, সেটা স্পষ্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাম্প্রতিক উষ্মা থেকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বোঝার চেষ্টা করছেন, ঠিক কী কারণে রেশন দুর্নীতির ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন করতে পারছেন না সুকান্ত মজুমদাররা।

দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘এর পিছনে দু’টো কারণ হতে পারে। এক, বাংলায় বিজেপির দুর্বল সংগঠনের কারণে রেশন দুর্নীতি নিয়ে ঝাঁজালো আন্দোলন হচ্ছে না। দুই, বাংলার মানুষ বিশ্বাস করে না, তৃণমূল রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই বিজেপির আন্দোলন দানা বাঁধছে না। এর বাইরে অন্য কোনও কারণ হতে পারে না।’ যদিও রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, পরিকল্পনামাফিক আন্দোলন চলছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। নেতা-কর্মীরা সবাই পথে আছেন।

Jyotipriya Mallick : ‘উনি যাঁদের নাম বলছেন…’, জ্যোতিপ্রিয় প্রসঙ্গে বিস্ফোরক লকেট
তিনি বলেন, ‘রেশন দুর্নীতি নিয়ে আমাদের পরিকল্পনামাফিক আন্দোলন চলছে। জেলায় জেলায় মিছিল হচ্ছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কলকাতায় বড়সড় সমাবেশ করার প্রস্তুতিও চলছে জোরকদমে।’ তাঁর সংযোজন, ‘রেশন দুর্নীতি এতটাই সর্বগ্রাসী ও সর্বব্যাপী, যে আন্দোলন করে এ বিষয়ে নতুন করে মানুষকে কিছু জানানোর নেই। তবে আমরা আন্দোলনের পথেই আছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *