Team India’s Diwali Party: টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতে আলাদা করে নজর কাড়লেন অনুষ্কা শর্মা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। ১৬ পয়েন্ট পকেটে পুরে আয়োজক দেশই সবার আগে চলে গিয়েছে চলতি বিশ্বকাপের শেষ চারে। রবিবার অর্থাৎ আজ, ভারত লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। যে ম্য়াচ নেহাতই নিয়মরক্ষার। কারণ জেতা-হারায় ভারতের কোনও ফারাকই পড়বে না। যাই ফল হোক না কেন, ভারতের শেষ চারের টিকিট কাটা হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর ভারত-নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে প্রথম সেমিফাইনাল।

আরও পড়ুন: Rohit Sharma | IND vs NED: রোহিত হয়ে গেলেন ‘সিক্সার কিং’, ভেঙে চুরমার করলেন একাধিক রেকর্ড

ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য়, ম্য়াচের আগের দিন দিওয়ালি পার্টির (Team India’s Diwali Party) আয়োজন করেছিল। কারণ এইবার ক্রিকেটাররা বছরের এই বিশেষ দিনটি তাঁদের পরিবারের সঙ্গে কাটাতে পারবেন না। তাই পরিবারকে এক করে দেওয়ার জন্য়ই বিসিসিআই-এর এই ভাবনা। পার্টিতে একেবারে এনথিক পোশাকেই হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। রাহুল দ্রাবিড়ের শিষ্যদের পরনে ছিল পাঞ্জাবি-পাজামা। ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরাও ছিলেন পার্টিতে। তবে আলাদা করে নজর কেড়েছেন অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে, অনুষ্কা সন্তানসম্ভাবা। পাপারাৎজিদের দৌলতে অনুষ্কার বেবি-বাম্পের ছবিও সামনে এসেছে। তবে এই পার্টিতে অনুষ্কাকে দেখা গিয়েছে যে, তিনি দোপাট্টা দিয়ে নিজের বেবি-বাম্প ঢেকে রেখেছিলেন।

ভারতীয় দল সেভাবে কোনও ব্রেক পায়নি। লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলার তিনদিনের মধ্যে খেলতে হবে সেমিফাইনাল। ফলে এই দিওয়ালি পার্টি ছিল রোহিত শর্মা অ্যান্ড কোংয়ের কাছে একটা ছোট্ট মন ভালো করে দেওয়া ব্রেক। বিরাটর-রোহিতদের সংসারের আবেগঘন মুহূর্তের, কোলাজ বানিয়ে বিসিসিআই ভিডিয়ো শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে দীপাবলির শুভেচ্ছা। 

আরও পড়ুন: Rishabh Pant | IPL 2024: সেনাপতি কবে ফিরছেন রণাঙ্গনে? সৌরভ দিলেন মেগা আপডেট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *