Bhai Dooj 2023 : মুসলিম ভাইদের ফোঁটা দিলেন হিন্দু দিদিরা, মন্ত্রীর উদ্যোগে সম্প্রীতির উৎসব বর্ধমানে – bhai dooj 2023 celebration witn muslim community at bardhaman


দিদি ও ভাইদের মেলবন্ধনের উৎসব। ধর্মের বেড়াজাল টপকে এবার সম্প্রীতির বার্তা নিয়ে ভাতৃদ্বিতীয়ার উৎসব পালন বর্ধমান জেলায়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে আয়োজন করা হয় এই ভাইফোঁটার অনুষ্ঠানের।

মুসলিম ধর্মের ভাইয়েদের ফোঁটা দিয়ে আনন্দিত হিন্দু দিদি ও বোনেরা। শ্রীরামপুর সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ভবনে বুধবার সকালে সম্প্রীতির ভাই ফোঁটার আয়োজন। বিগত বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসলিম বোনেরা যেমন হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। তেমনি হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন। উভয়জনেরাই তাঁদের ভাইদের জন্য মঙ্গল কামনা করেন।

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের।কথায়, উৎসব যার যার ধর্ম সবার। তাই সম্প্রীতির উৎসবের শামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য। তেমনি এদিন দেখা যায় মন্ত্রী স্বপন দেবনাথ-এর কপালেও ফোঁটা দিতে মুসলিম ধর্মের আজিজুন্নেসা খাতুনকে। হিন্দু ধর্মের এই অনুষ্ঠানের সামিল হতে পেরে খুশি মুসলিম বোনেরাও। একই সঙ্গে মুসলিম ধর্মের ভাইয়েদের কপালে ফোঁটা দিতে পেরে আনন্দিত হিন্দু দিদি ও বোনেরা।

এক দিদি সমিতা মজুমদার বলেন, ‘১৯৯৮ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থেকে। আমরা হিন্দু বোনেরা মুসলিম ভাইদের ফোঁটা দিয়ে থাকি। মুসলিম বোনেরাও আমাদের হিন্দু ভাইদের ফোঁটা দিয়ে থাকেন। সকলে মিলে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। আমাদের খবুই ভালো লাগে।’ এক মুসলিম দিদি নিশা খাতুন বলেন, ‘ ধর্মের ভেদাভেদকে সরিয়ে রেখে এই উৎসব পালন করা হয় থাকে। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ভাইয়ের মঙ্গল কামনায় এই উৎসবে সামিল হয়ে আমরাও খুশি।’

Koel Mallick Bhaiphota : ‘ভালোবাসাটা আরও বেড়ে গেল’, বিশেষভাবে সক্ষম ভাইদের ফোঁটা ‘মিতিন মাসি’ কোয়েলের
কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই ভাই ফোঁটার অনুষ্ঠান পালন করা হয়। পুরাণ অনুযায়ী, কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনাদেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজো করেন। এরপর তাঁরই পুণ্যপ্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। তার পর থেকেই ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরাও ভাইয়ের কপালে ফোঁটা দেন। যুগ যুগ ধরে এই ভাইফোঁটা উৎসব পালন করা হয়ে আসছে। বাঙালির ঘরে ঘরে এই দিনে বোন, দিদিদের কাছ থেকে ফোঁটা দিয়ে থাকেন দিদি, বোনেরা। ভাইদের সুরক্ষা, শান্তির কামনায় এই উৎসব পালন করে থাকেন দিদি, বোনেরা। গোটা দেশ জুড়েই এই উৎসব পালিত হচ্ছে বুধবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *