এদিন সকালে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ছিল DYFI-এর কর্মসূচি। সেখানে নেত্রী মীনাক্ষী সহ সমস্ত নেতা কর্মীদেরই দেখা গেল ভারতীয় ক্রিকেট দলে জার্সিতে। ব্লু জার্সিতেই পদযাত্রা সারলেন নেতা কর্মীরা। মীনাক্ষীকে দেখা যায় এদিন ভারতীয় দলের স্টার ক্রিকেটার বিরাট কোহলির জার্সিতে। এদিন বক্তব্য রাখলেন তিনি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কারণে দুপুরের মধ্যেই ইনসাফ যাত্রা শেষ করেন মীনাক্ষীরা।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে জনসংযোগ কর্মসূচী চলছে এই বাম দলের। ডিওয়াইএফআই-এর এই কর্মসূচির নাম রাখা হয়েছে ইনসাফ যাত্রা। ৩ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠা দিবস থেকে এই ইনসাফ যাত্রা শুরু হয়। শেষ হবে ৭ জানুয়ারি ব্রিগেডে। ইনসাফ যাত্রার প্রথম কর্মসূচি শুরু হয় কোচবিহার থেকে। এতদিন সাদা পোশাকে হাঁটছিলেন ডিওয়াইএফআইয়ের নেতা-কর্মীরা। এদিন দেখা যায় সেই পোশাকের বদলে রবিবার ভারতের নীল জার্সি গায়ে দিয়ে হাঁটতে দেখা যায় সকলকে।
এদিন মিছিল ছিল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। এখান মিছিল শেরপুর পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ভারতের ফাইনাল ম্যাচের কারণে কর্মসূচি বদলান নেতা কর্মীরা। দুপুরের পর থেকে ভারতের ম্যাচে ডুবে বাম নেতৃত্বও। বাম নেতা নেত্রীদের একাধিক জনের ভারতীয় জার্সিতে ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
সকাল থেকে গোটা দেশের মতো বিশ্বকাপের ফাইনাল নিয়ে উত্তেজিত বাংলাও। জেলা থেকে শহর, ভারতীয় দলকে চিয়ার করতে একাধিক জায়গায় বেরোয় মিছিল। কেউ আবার আয়োজন করেন যজ্ঞের, কেউ আবার মন্দিরে করেন বিশেষ পুজো। তৃণমূল থেকে বিজেপি দলের নেতা, কর্মী, বিধায়ক, মন্ত্রীদেরও দেখা যায় পুজো দিতে। ২০০৩ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে অজিদের মুখোমুখি টিম ইন্ডিয়া। ২০১১ সালের পর এবার ফের ভারতের সামনে কাপ জয়ের সুযোগ। সেই উন্মাদনায় গোটা দেশবাসীর সঙ্গে গা ভাসিয়েছেন বাম নেতা-নেত্রীরাও।