Kolkata Drinking Water Supply : কলকাতায় ১৮ ওয়ার্ডে ২৪ ঘণ্টা পানীয় জল বন্ধ, তারিখ জানাল পুরসভা – drinking water supply will be suspended for 24 hours in kolkata 18 wards know date and time


রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২৪ ঘণ্টা শহরের বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর শনিবার কলকাতা পুরসভার মোট ১৮টি ওয়ার্ডে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে পুরসভার তরফে জলের গাড়ি পাঠানো হবে সংশ্লিষ্ট এলাকাগুলিতে, সূত্রের খবর এমনটাই।

  • কবে-কোন সময় শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে?

জানা গিয়েছে, ২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ৩ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত নির্দিষ্ট কিছু ওয়ার্ডে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। এই সময়ের পর স্বাভাবিক হবে পরিষেবা।

  • কোন কোন ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ?

যে ওয়ার্ডগুলি এই নির্দিষ্ট সময়ে জল পাবে না তা হল ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০।

এই জলসরবরাহ বন্ধ থাকার ফলে প্রভাবিত হতে পারে পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তোপসিয়া, চাইনাটাউন, আরুপোতা, দুর্গাপুর, বা বাঘাযতীন এলাকা নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলীলাবাজার, কসবা, সন্তোষপুর, হালতু, আজয়নগর, পঞ্চসায়র, পঞ্চাননগ্রাম, সার্ভে পার্ক ইত্যাদি এলাকা। প্রভাবিত হবে বরো ৭ (আংশিক), বরো ১০ (আংশিক), বরো ১১ (আংশিক) এবং বরো (১২ আংশিক)। ৩ ডিসেম্বর থেকে স্বাভাবিক হবে পরিষেবা।

  • কেন হঠাৎ পানীয় জল বন্ধ রাখার সিদ্ধান্ত?

জানা গিয়েছে, জয়হিন্দ জল প্রকল্প থেকে সরবরাহ বন্ধ থাকবে। কারণ উচ্চ ক্ষমতাসম্পন্ন ভালব বদল, ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসগুলির রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এর জন্য জয়হিন্দ জল প্রকল্প, জিদে খান বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, তোপশিয়া বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বিঘ্নিত হতে চলেছে।

  • ঠিক কী জানাচ্ছে পুরসভা?

এই নির্দিষ্ট এলাকার বাসিন্দারা যাতে আগে থেকে সতর্ক হন সেই জন্য প্রচার করা হচ্ছে পুরসভার থেকে। একদিনের জন্য তাঁরা পানীয় জল তুলে রাখতে পারেন। একইসঙ্গে ওই সময় সংশ্লিষ্ট এলাকায় পুরসভার জলের গাড়ি পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

এক পুরকর্তা জানান, নির্দিষ্ট সময়ের পর পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। যাতে কোনওভাবেই সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে না হয় সেজন্য জলের গাড়ি দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *