তৃণমূলের যুব সংগঠনে জেলা সভাপতিদেরও গুরুত্ব রয়েছে। কয়েক দিন আগে ওই সংগঠনের জেলা সভাপতি পদে বড় অদলবদল করা হয়েছে। সোমবার একই সঙ্গে যুব ও মহিলা তৃণমূলের জেলা নেতৃত্বে অদলবদল করা হলো। তবে যুবদের সংগঠনে এক ডজনের বেশি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় তা হয়নি। এমনকী, অধিকারীদের গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরেও কোনও বদল হয়নি।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ