এই সময়: দেবরাজ চক্রবর্তী, সুপ্রকাশ গিরি-র মতো কয়েকজন প্রথম সারির যুব নেতা থাকলেও সার্বিক ভাবে তৃণমূলের যুব সংগঠনের জেলা স্তরের নেতৃত্বে একঝাঁক নতুন মুখ এলো। যুব তৃণমূলের পাশাপাশি মহিলা তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বেও রদবদল করা হয়েছে। মহিলা সংগঠনে চৈতালি চট্টোপাধ্যায়, করবী মান্না-র মতো কয়েকজন পুরোনো মুখ সভাপতির দায়িত্বে রয়েছেন, কিন্তু একই সঙ্গে একদল নতুন মুখও এসেছে জেলা নেতৃত্বে। তৃণমূলের অন্দরের শাখা সংগঠন হিসেবে যুব সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সংগঠনের শীর্ষে অতীতে কখনও শুভেন্দু অধিকারী, কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকেছেন।

তৃণমূলের যুব সংগঠনে জেলা সভাপতিদেরও গুরুত্ব রয়েছে। কয়েক দিন আগে ওই সংগঠনের জেলা সভাপতি পদে বড় অদলবদল করা হয়েছে। সোমবার একই সঙ্গে যুব ও মহিলা তৃণমূলের জেলা নেতৃত্বে অদলবদল করা হলো। তবে যুবদের সংগঠনে এক ডজনের বেশি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় তা হয়নি। এমনকী, অধিকারীদের গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরেও কোনও বদল হয়নি।

Chitradeep Chakraborty এর বিষয়ে

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version