সরষে পায়ে বাঙালি। মানেই সময় সুযোগ পেলেই কাছে পিঠে কোথাও বেরিয়ে পড়া!’ আর শীত কাল হলে তো কথাই নেই। শীতকালের ঘুরে বেড়ানোর আমেজটাই আলাদা। কাছে পিঠের গন্তব্যের মধ্যে যদি পাহাড় ও জঙ্গলে ঘেরা এরাজ্যের ‘আরাকু ভ্যালি’ যাওয়ার সুযোগ হয়, তবে কেমন হয়? দার্জিলিঙ যওয়ার প্রয়োজন নেই, শীতে পর্যটকদের স্বাগত জানাতে তৈরির বাঁকুড়ার বিহারিনাথ পাহাড়।