SBI Online : ব্যাঙ্কের গাফিলতিতে গায়েব লাখ টাকা, সাইবার প্রতারণার নতুন ছকে সর্বশান্ত খড়দার মহিলা – state bank of india customer victimised of cyber fraud from khardaha


প্রতিদিনই নিত্য নতুন কায়দায় প্রতারণার খবর রাজ্য জুড়ে। কখনও ক্রেডিট কার্ড, কখনও অনলাইনে ইলেকট্রিক বিল জমা দিতে গিয়ে আবার কখনও অনলাইন কোনও তথ্য সার্চ করতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পুলিশের তরফে সচেতনতামূলক প্রচার করা হলেও সাইবার অপরাধীরা তৈরি করছে নতুন ফাঁদ। এরকমই এক ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার খড়দায়।

কী ঘটনা ঘটেছে?

অভিযোগ, এসবিআই ব্যাঙ্কের গাফিলতিতে আর্থিক প্রতারণার শিকার দমদম শেঠ বাগান এলাকার বাসিন্দা নন্দিতা গোস্বামী। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েন লাখ টাকারও বেশি। তিনি অভিযোগ দায়ের করেছেন খড়দা থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

কীভাবে হল প্রতারণা?

ওই মহিলা জানিয়েছেন, গত ৬ নভেম্বর নন্দিতা দেবীর মোবাইলে ফোন আসে এসবিআই ব্যাঙ্ক থেকে। বলা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন জনিত সমস্যা হয়েছে। সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট থেকে লেনদেনের চেষ্টা করছে। এর উত্তরে নন্দিতা দেবী জানান, তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হোক। সেদিন একাধিকবার ব্যাঙ্কে যোগাযোগ করা হলেও অ্যাকাউন্ট ব্লক হতে বিলম্ব করে বলে অভিযোগ।
এরপর ৭ই নভেম্বরের ফের প্রতারণার চেষ্টা করা হয় নন্দিতা দেবীর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার। সেই খবর ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পেরে সকালবেলা ফোন করেন নন্দিতা দেবীর ফোনে। নন্দিতা দেবী দাবি করেন, আমার মোবাইল নাম্বার সহ ইউপিআই চেঞ্জ করা হোক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেটা করতে অনেক দেরি করায়
নন্দিতা দেবীর এস বি আই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব হয় প্রায় এক লাখ টাকারও বেশি।

West Bengal Electricity Bill : ফিক্সড ডিপোজিটের টাকাও গায়েব! বিদ্যুতের বিল মেটাতে গিয়ে বড়সড় সাইবার প্রতারণা বজবজে
কী জানালেন গ্রাহক?

নন্দিতা দেবীর অভিযোগ, এস বি আই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানার পরেও কেন তাঁকে সুরক্ষা দিতে ব্যর্থ হলেন? কেন তৎক্ষণাৎ ব্লক করে দিলেন না তার অ্যাকাউন্ট? সেই কারণেই তাঁকে শিকার হতে হল প্রতারণার। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কিন্তু, এত টাকা চোট হওয়ায় ভেঙে পড়েছেন তিনি। ব্যাঙ্কের কাছে টাকা ফেরতের দাবি করেছেন তিনি। নিজের কোনও দোষ না থাকা সত্ত্বেও তাঁর এই হাল হওয়ায় ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত প্রতারকের কোনও সন্ধান পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *