Dear Lottery Result Today : বিড়ি শ্রমিক থেকে রাতারাতি কোটিপতি, ধারে লটারির টিকিট কেটে ভাগ্য ঘুরল সামশেরের – murshidabad man wins 1 crore lottery but promise not to buy ticket again


বিড়ি বেঁধেই হত দিন গুজরান। সামান্য পারিশ্রমিকেই তিন সন্তানকে মানুষ করেছেন। কিন্তু, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ভবিষ্যতে কথা ভেবে চোখে ঘুুম আসত না মুর্শিদাবাদের সামশের মল্লিকের। তাই প্রতিদিন লটারি কাটতেন তিনি। যদি কোনওদিন ভাগ্য একটু সুপ্রসন্ন হয়!

সেই সামশেরই পেলেন কোটি টাকার লটারি। আর এই রেজাল্ট জানার পরেই তিনি প্রতিজ্ঞা করলেন আর কোনওদিন তিনি লটারি কাটবেন না। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে সোমবার রাতে দেড়শো টাকা খরচ করে লটারির টিকিট কাটেন সামশের মল্লিক। এই টাকা তিনি নগদ দিতে পারেননি। ধার করে টিকিট কেটেছিলেন। রাত আটটায় রেজাল্ট আসার পর তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানতে পারেন এক কোটি টাকা পুরস্কার বাবদ পেয়েছেন তিনি।

এরপরেই আনন্দে আত্মহারা হয়ে যায় এই প্রবীণ। বিড়ি শ্রমিক সামশের মল্লিকের ছোট্ট পরিবার। দুই ছেলে এক মেয়ে। তাঁর এক সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। বিড়ি বেঁধে কোনওরকমে সংসার চলে তাঁর। তাঁর স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার। তা পূরণ হওয়ার পর উচ্ছ্বাসে ভাসছে গোটা পরিবার।

তবে এই এক কোটি টাকা জয়ের পরেই প্রবীণ স্পষ্ট জানিয়েছেন তিনি আর কোনওদিন লটারির টিকিট কাটবেন না। আর তার কারণও ব্যখ্যা করেছেন তিনি। ওই প্রবীণ বলেন, ‘লটারির নেশা রাখতে চাই না। আগে বহু টাকা খুইয়েছি। তবে রাতারাতি কোটিপতি হয়ে যাব ভাবিনি। এই টাকা সন্তানদের দিয়ে দেব। ওদের ভালো হোক, এটাই একমাত্র প্রার্থনা। আর কোনওদিন জীবনে লটারির টিকিট কাটব না।’

অন্যদিকে,সামশের মল্লিকের এক প্রতিবেশী বলেন, ‘ও বিড়ি বাঁধার কাজ করে। প্রবীণ বয়সেও কাজ করেন। এক বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানও রয়েছেন। তাঁর এই টাকায় বিশেষ সুবিধা হবে।’ খুশি ওই লটারি বিক্রেতাও। তিনি বলেন, ‘এই খবর সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম।’ মুর্শিদাবাদের এই পরিবারে খুশির হাওয়া।

এদিকে লটারির টিকিট পেয়েই পুলিশের সুরক্ষার জন্য থানার দ্বারস্থ হয়েছিলেন ওই প্রবীণ। তিনি জানান, যে অর্থ তিনি পাবেন তা থেকে সৎ পথে টাকা উপার্জন করতে চান। সন্তান এবং পরিবারের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই জন্য তিনি এই অর্থ ব্যবহার করবেন। আগামীতে কোনওদিন লটারির টিকিট তিনি কাটতে চান না। উল্লেখ্য, লটারি নিয়ে একাধিক রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছিল সম্প্রতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *