TMCP Leader : শিক্ষিকাকে গালিগালাজ-হুমকি দেওয়ায় অভিযোগ, বহিষ্কৃত ছাত্রনেতা – nadia tmcp student leader expelled for abusing and threatening college teacher


এই সময়, কৃষ্ণনগর: কলেজের এক শিক্ষিকাকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়ায় অভিযোগে এক ছাত্রনেতাকে বহিষ্কার করল টিএমসিপি। নদিয়ার মাজদিয়া সুধীররঞ্জন লাহিড়ী কলেজের এক শিক্ষিকাকে কুরুচিকর ভাষায় কথা বলার পরে সেই অডিয়ো ভাইরাল করার অভিযোগ ওঠে টিএমসিপি নেতা বিভাস হালদারের বিরুদ্ধে।

তাঁর শাস্তির দাবিতে সোমবার কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। কলেজের অধ্যক্ষ দীপঙ্কর ঘোষ বলেন, ‘শিক্ষাঙ্গণে এ রকম আচরণ এক ধরনের অসভ্যতা। এ নিয়ে কলেজের সংশ্লিষ্ট সভায় আলোচনা হবে।’

অভিযুক্ত ছাত্র বিভাস হালদারের বক্তব্য জানা যায়নি। তবে টিএমসিপির কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতি অনির্বাণ বিশ্বাস বলেন, ‘আমরা ওই ছাত্রের এমন আচরণের নিন্দা করে বহিষ্কার করেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *