Alor Kole Swikriti Majumder,অফ স্ক্রিনেও জমাটি কেমিস্ট্রি মা-মেয়ে আলো পুপুলের – alor kole actress swikriti majumder and rishita nandy off screen chemistry watch exclusive video


Embed

বেশ কিছুদিন হল শুরু হয়েছে আলোর কোলে বাংলা ধারাবাহিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনে তৈরি এই সিরিয়াল। আলো আর পুপুলের চরিত্রে ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন স্বীকৃতি আর ঋষিতা। শুটিং-এর ফাঁকে তাঁদের দুজনকে আমরা পেয়ে গেলাম আর চুটিয়ে আড্ডা দিলাম। অন স্ক্রিন তো ইতিমধ্যেই সারা ফেলেছেন দর্শক মহলে। কিন্তু অফ স্ক্রিন কেমিস্ট্রি কেমন মা-মেয়ের? সেইসব নিয়ে অকপট তাঁরা (Alor Kole Serial)। নতুন সিরিয়ালের শুটিং অভিজ্ঞতা থেকে শুরু করে আরও অনেক মজার কাহিনী শেয়ার করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। জমজমাট এই মজাদার আড্ডার এক্সক্লুসিভ ভিডিয়ো রইল সুদুমাত্র আপনাদের জন্য। বিনোদন দুনিয়ার নানান কাহিনী নিয়ে আমরা বারংবার হাজির হব আপনাদের মাঝে। তাই আপনাদের চোখ সর্বদা থাকুক এই সময় ডিজিটালে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *