Kamarhati Trinamool Congress : নকল সোনা বিক্রির চেষ্টা, পুলিশের তাড়ায় পালাল তৃণমূল নেতা! ধৃত ৫ সাগরেদ – belgharia police station arrested five allegedly for selling fake gold


নকল সোনা বিক্রি করতে গিয়ে গোয়েন্দাদের হাতে ধরা পড়ল পাঁচ ব্যক্তি। এই ঘটনায় তোলপাড় ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার নিমতায়। ধৃত ব্যক্তিদের সকলেই স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুব তৃণমূল নেতা পলাতক বলে জানা গিয়েছে।

কী ঘটনা?

নিমতা থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকায় নকল সোনা বিক্রির ঘটনা ঘিরে তোলপাড়। নকল সোনা বিক্রি করতে গিয়ে গোয়েন্দা দফতরের আধিকারিক ও নিমতা থানার পুলিশের হাতে পড়ল ৫ ব্যক্তি। এই পাঁচজন ব্যক্তি বেলঘড়িয়া এলাকার যুব তৃণমূল নেতা বুবাই মজুমদারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এরা প্রত্যেকেই এল নাইন এলাকার ইয়ুথ ক্লাবের সদস্য।

নিমতা অঞ্চলের এক ব্যক্তিকে ৩০০ গ্রাম সোনা ১৫ লাখ টাকায় বিক্রি করার জন্য সেখানে জড়ো হয় পাঁচজন। কথামতো সেই পরিমাণ মতো সোনা না দিয়ে ১৫ লাখ টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই তিনজন। ঘটনার সময় হাতেনাতে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। নগেন্দ্র মাহাতো, মহম্মদ সালাউদ্দিন, বাবু সাহাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগেন্দ্র কামারহাটি পুরসভার জঞ্জাল বিভাগের কর্মী বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই পাঁচজন বেলঘড়িয়ার তৃণমূল যুবনেতা বুবাই মজুমদারের ঘনিষ্ঠ।

অভিযান চালানোর সময় তৃণমূল যুবনেতা বুবাই মজুমদারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ ধরার আগে সে সেখান থেকে পালিয়ে যায়। এই যুবনেতা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর ঘনিষ্ঠ বলে দাবি এলাকাবাসীর। তবে অসুস্থতার কারণে তৃণমূল বিধায়ক হাসপাতালে ভর্তি থাকায় তাঁর প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। তৃণমূল যুবনেতা বুবাইয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা সামনেই দোকান। হঠাই করে পাঁচ যুবক এক জায়াগায় জড়ো হয়েছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। সবাই পালাতে থাকে। পুলিশ কয়েকজনকে ধরে ফেলে। সেখানে স্থানীয় তৃণমূল নেতা বুবাই মজুমদারও ছিলেন বলে শুনলাম। বুবাইয়ের সঙ্গে এলাকার প্রভাবশালী নেতাদের যোগাযোগ রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *