Deaf And Blind School : স্পর্শ-গন্ধ দিয়েই গাছ চেনা! প্রকৃতির পাঠশালায় শিক্ষা নেয় ওরা – howrah uluberia ananda bhavan deaf and blind school students biological study in garden


জন্ম থেকে দৃষ্টি শক্তি হারিয়েছে ওরা! বাকি ইন্দ্রিয়গুলি দিয়েই পৃথিবীর মাধুর্য্যকে উপভোগ করে তাঁরা। তবে শীতে ওদের রোজনামচায় আবার একটি কাজ বাড়তি যোগ হয়। প্রকৃতির পাঠশালায় জমি থেকে শাক সবজি তোলার রুটিন থাকে ভবিষ্যতের কাণ্ডারীদের। কথা হচ্ছে, উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের পড়ুয়াদের নিয়ে।

স্কুলের পাশেই চাষ

পুরুলিয়ার সুমিত্রা কিস্কু, অর্জুন মাহাতো, বিহারের আমন ঠাকুর, পাঁচলার সাজিলা খাতুনের কাছে শীতকালটা খুব মজার।‌ এই সময় স্কুলের সামনের মাঠে রোদ পোহানোর পাশাপাশি স্কুলের জমিতে চাষ‌ করা বিভিন্ন শাকসবজি তোলা। অবশ্য শাকসবজি চোখে দেখে নয়। গন্ধ শুঁকে কোনটা কী শাক, কোনটা কী সবজি সেটা তোলা। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই বাস্তব। কারণ, এরা সবাই জন্ম থেকেই দৃষ্টি শক্তি হীন।

হাওড়ার উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের শিক্ষার্থীরা এই কাজে মত্ত থাকেন। কেউ অষ্টম শ্রেণি আবার কেউ দ্বিতীয় বা চতুর্থ শ্রেণির পড়ুয়া। গত ১০ বছর ধরে তারা এই স্কুলের আবাসিক। স্কুলের লাগোয়া বিঘা খানেক জমিতে শীতের শাক সবজি চাষ হয়েছে। শীতের মরশুমি ফুলের গাছেও ফুল ফুটেছে। আর এখানেই গড়ে উঠেছে এইসব পড়ুয়াদের প্রকৃতির পাঠশালা। হাতের স্পর্শে, আর ঘ্রাণের সাহায্যে চিনতে শেখে পিড়িং আর মেথি শাকের তফাৎ, মুলো আর পালং ধনে পাতার আকৃতি, প্রকৃতি আর গন্ধের তফাৎ।

কী বলছে পড়ুয়ারা?

তাদের কথায়, আমরা কোনওদিন জানতাম না, পিড়িং শাক কেমন? শিক্ষকরা যখন বাগানে নিয়ে গিয়ে পিড়িং শাক চিনিয়ে দেয় তখন খুব ভালো লাগে। তবে আমরা যে শুধু গাছ চিনতে পারি তাই নয়, গাছের বিভিন্ন অংশ যেমন পাতা, কাণ্ড, মূল চিনতে পারি। চার দেওয়ালের শ্রেণি কক্ষের থেকে আমাদের এই ভাবে পাঠ খুব ভালো লাগে।

Garchumuk Mini Zoo : অপেক্ষার তিন দিন, খুলছে রাজ্যের মিনি জু
স্কুল কর্তৃপক্ষ কী বলছে?

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় দাস জানান আবাসিক এই স্কুলের চাষ বাস করা হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। শাক সবজি খোসা, ভাতের মাড় এবং পাতের অবশিষ্ট অংশ মাটিতে মিশিয়ে চাষ করা হয়েছে। আবাসিক এই স্কুলের ৮০ জন পড়ুয়ার পুষ্টি জোগাতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, পড়ুয়ারা একদিকে যেমন প্রকৃতির সঙ্গে মিশে নিজেদের বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে সেইরকম তাদের পুষ্টি বৃদ্ধি করতেও এটা সাহায্য করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *