এই সময়: তদন্তের নামে ডেকে সিআইডি আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তুলে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের এক বিচারপতির স্বামী।
পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রভাব খাটানোর চেষ্টার হচ্ছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন এক প্রৌঢ়া বিধবা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতির স্বামীর দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। সুপ্রিম কোর্ট রাজ্য সিআইডিকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল।
পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রভাব খাটানোর চেষ্টার হচ্ছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন এক প্রৌঢ়া বিধবা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের এক বিচারপতির স্বামীর দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। সুপ্রিম কোর্ট রাজ্য সিআইডিকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল।
সেই তদন্তের সূত্রেই গত শনিবার সিআইডি তলব করে ওই বিচারপতির স্বামীকে। তদন্তের নামে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা, হেনস্থা, এমনকী হুমকি দেওয়া হয়েছে বলেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাচক্রে ওই বিচারপতির স্বামী নিজেও একজন আইনজীবী।
ইতিমধ্যে ব্যাঙ্কশাল কোর্টের বার অ্যাসোসিয়েশনকেও গোটা ঘটনার কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছিলেন। আগামী ২২ ডিসেম্বর ফের তাঁকে তলব করেছে সিআইডি। সেদিন তিনি হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।