Arhaan Khan Rides Without Helmet,আরহান খান ক্যামেরা হাতে পাপারাত্‌জি তো হলেন, কিন্তু হেলমেট কই – arbaaz khan and malaika arora son arhaan khan rides a bike without helmet watch bengali video


Embed

বাবা আরবাজ খানের দ্বিতীয় বিয়ের পর থেকেই তুমুল চর্চায় আরহান খান। এই তিনি বাবার বিয়েতে নাচে গানে মশগুল। তো পর মুহূর্তে মা মালাইকাকে সঙ্গ দিচ্ছেন ক্রিসমাসে। ছেলে হিসেবে কত দায়িত্ব বলুন তো? আর তারই মধ্যে হঠাত্‌ করেই আরহানের ইচ্ছে হল একটু ক্যামেরা হাতে কারিকুরি করার। যে চিত্র সাংবাদিকরা তাঁদের সর্বক্ষণ ছবি তোলেন, তাঁদের জীবনটা একটু উপভোগ করতে চাইলেন আরহান খান। বাইকে চেপে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লেন। খানিক ছবিও তুললেন, আর তারপর স্টার সুলভ কায়দায় হাত নেড়ে বেরিয়েও গেলেন। কিন্তু আরহান মাথার হেলমেটটা কোথায় গেল বলুন তো?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *