কী বললেন শুভেন্দু?
শুভেন্দু বিস্ফোরক অভিযোগ করে জানান, রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন। তিনি বলেন, ‘পরশু দিনও পিসি-ভাইপো মিটিং হয়েছে। পিসির সঙ্গে ভাইপোর নিয়মিত যোগাযোগ আছে। এঁরা কৌশল করে দুজন যা করার করছে। দুর্নীতি ইস্যু থেকে নজর সরানোর জন্য এই সব নাটক হচ্ছে।’ এগুলি সবই ‘গটআপ’ বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
বুধবার নন্দীগ্রামে ধর্মীয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, যে বলেছিলো আমার চুরি প্রমাণিত হলে ফাঁসিতে উঠব আমি। তার ৭কোটি ৫৬ লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট হল। লিপস এন্ড বাউন্সের যে যে পাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর কে? অমিত বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারের লিপস এন্ড বাউন্স তার ৭ কোটি ৫৬ লাখ টাকা মানি লন্ডারিংয়ে বিষয় সত্যতা সামনে এসেছে।
নজর ঘোরাতে নাটক?
তৃণমূলের দলীয় দ্বন্দ্বের বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, দেখানোর জন্য নবীন প্রবীণের বিষয় সামনে আনা হচ্ছে। যাতে বিষয়টি ঘুরিয়ে দেওয়া যায়। দু’জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। একেবারে কৌশল করে দু’জনে করছে আর দুর্নীতি থেকে ইস্যুটাকে ঘোরানো জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে তা থেকে পশ্চিমবাংলা থেকে দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই ধরনের নাটক করে চলেছেন পিসি আর ভাইপো।’
যদিও, নবীন প্রবীণ দ্বন্দ্বের রেশ দেখা যায় বুধবারও। একদিকে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিধায়ক তাপস রায়। অন্যদিকে, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মুখ খুলেছেন সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। অর্জুন সিংয়ের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি তিনি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাশে দাঁড়ান। দুই তরফে দোষারোপ পর্ব চলে এদিনও।