আপাতত স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতি
একসঙ্গে এচগুলি মিছিল, ফলত খুব স্বাভাবিকভাবেই শহর কলকাতায় যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে। আজ রবিবার ছুটির দিন হলেও, যাঁদের বিভিন্ন কাজে রাস্তায় বেরোতে হয়েছে, তাঁদের যানজটে আটকে পড়ে ভোগান্তির আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে তৎপর রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যদিও কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত শহরের যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই আছে। লালাবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, শহরে যান চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে। তবে ব্রিগেডে সমাবেশ থাকার কারণে, রেডরোড, মেয়োরোড ও সংলগ্ন এলাকায় কিছু ভিড় রয়েছে। কিন্তু তার জন্য যান চলাচলে কোনও প্রভাব পড়েনি।
রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল
একদিকে রবিবার, তার ওপরে ব্রিগেড সমাবেশ, ফলে যাঁরা এই ছুটির দিনে শহরের বুকে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন, তাঁদের মনে যানজট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, রেলের কাজের জন্য গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত শিয়ালদা মেইন লাইনে বাতিল থাকে বেশ কিছু ট্রেন। আবার হাওড়া লাইনেও রেলের কাজের জন্য আজ একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কথা রয়েছে। সেই যায়গা থেকে রেলপথেও এদিন হয়রানির সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।
যদিও শহরের বুকে অবশ্য যান চলাচল স্বাভাবিক রাখতে সদা তৎপর কলকাতা পুলিশ। ব্রিগেড সমাবেশের কারণে যাতে কোনওভাবেই কলকাতার যান চলাচলে কোনওরকম প্রভাব না পড়ে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এছাড়া যাঁরা শহরে বাইরে থেকে ব়্যালিতে যোগ দিতে আসছেন, তাঁদেরকেও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, শহর কলকাতার যান চলাচল মসৃণ রাখার জন্য সর্বতাই তৎপর থাকেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই অনুযায়ী ব্রিগেড সমাবেশের মতো গুরুত্বপূর্ণ দিনেও একইরকম সক্রিয় ট্রাফিক পুলিশ।