আর একটু পরেই শুরু ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই শহর কলকাতায় দলে দলে জমায়েত শুরু হয়েছে ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকদের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও, উত্তরবঙ্গ থেকেও আসতে শুরু করেছেন দলের কর্মীরা। রেলপথ, স্থলপথ, এমনকী জলপথেও ব্রিগেডমুখী জনতা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মোট ৭টি মিছিলের মাধ্যমে ব্রিগেডে পৌঁছবেন লালঝান্ডাধারীরা। মিছিলগুলি যাবে শিয়ালদা, হাওড়া, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার থেকে।

আপাতত স্বাভাবিক ট্রাফিক পরিস্থিতি

একসঙ্গে এচগুলি মিছিল, ফলত খুব স্বাভাবিকভাবেই শহর কলকাতায় যানজটের আশঙ্কা তৈরি হচ্ছে। আজ রবিবার ছুটির দিন হলেও, যাঁদের বিভিন্ন কাজে রাস্তায় বেরোতে হয়েছে, তাঁদের যানজটে আটকে পড়ে ভোগান্তির আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে তৎপর রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। যদিও কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত শহরের যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই আছে। লালাবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, শহরে যান চলাচল আপাতত স্বাভাবিকই রয়েছে। তবে ব্রিগেডে সমাবেশ থাকার কারণে, রেডরোড, মেয়োরোড ও সংলগ্ন এলাকায় কিছু ভিড় রয়েছে। কিন্তু তার জন্য যান চলাচলে কোনও প্রভাব পড়েনি।

DYFI Brigade Rally : ব্রিগেডের পথে, DYFI সমর্থকরা চললেন লঞ্চে

রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল
একদিকে রবিবার, তার ওপরে ব্রিগেড সমাবেশ, ফলে যাঁরা এই ছুটির দিনে শহরের বুকে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলেন, তাঁদের মনে যানজট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, রেলের কাজের জন্য গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত শিয়ালদা মেইন লাইনে বাতিল থাকে বেশ কিছু ট্রেন। আবার হাওড়া লাইনেও রেলের কাজের জন্য আজ একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কথা রয়েছে। সেই যায়গা থেকে রেলপথেও এদিন হয়রানির সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

Brigade Parade Ground Kolkata Live Update : শহরের সব রাস্তা ব্রিগেডমুখী, জলপথেও কলকাতায় পৌঁছচ্ছেন কর্মীরা
যদিও শহরের বুকে অবশ্য যান চলাচল স্বাভাবিক রাখতে সদা তৎপর কলকাতা পুলিশ। ব্রিগেড সমাবেশের কারণে যাতে কোনওভাবেই কলকাতার যান চলাচলে কোনওরকম প্রভাব না পড়ে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এছাড়া যাঁরা শহরে বাইরে থেকে ব়্যালিতে যোগ দিতে আসছেন, তাঁদেরকেও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, শহর কলকাতার যান চলাচল মসৃণ রাখার জন্য সর্বতাই তৎপর থাকেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই অনুযায়ী ব্রিগেড সমাবেশের মতো গুরুত্বপূর্ণ দিনেও একইরকম সক্রিয় ট্রাফিক পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version