Kalighat Temple : সোনায় মুড়ছে কালীঘাট মন্দির, কত কেজি-খরচ কত জানেন? দেখুন ছবি – kalighat temple top turret will be covered with 5 kg gold for renovation work


মোট ৫ কেজি সোনা! মুড়িয়ে দেওয়া হবে Kalighat Temple-এর তিনটি চূড়া। প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যেই কালীঘাট মন্দিরের চূড়ায় সোনার মোড়ক লাগানোর কাজ শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কালীঘাট মন্দিরের সাজসজ্জার কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে।

চলছে সৌন্দর্যায়নের কাজ

ইতিমধ্যে মায়ের মন্দিরের গর্ভগৃহ, নাটমন্দির, শিবমন্দির, কুণ্ডুপুকুর, ভোগঘর রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। রিলায়েন্স গোষ্ঠী এই সৌন্দর্যায়নের কাজের দায়িত্বে রয়েছে। এর মধ্যে একটি অংশ হল মন্দিরের চূড়ান্ত তিনটি স্তম্ভ। তিনটি চূড়াকেই সোনায় মুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাজে মোট ৫ কেজি সোনা ব্যবহৃত হচ্ছে। সোনার পাত দিয়ে মুড়িয়ে দিতে মোট প্রায় ৩ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

কী ভাবে হচ্ছে কাজ?

ইতিমধ্যে মন্দিরের চূড়ার কাজের জন্য কাপড় দিয়ে গোটা এলাকা ঢেকে দেওয়া হয়েছে। লোহার পাইপ দিয়ে কাঠামো তৈরি করে মন্দিরের তিনটি চূড়া সোনা দিতে মুড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে। স্প্রে ব্যবহার করে চূড়াটিকে আরও আকর্ষণীয় করার কাজ চলছে। কালীঘাট মন্দিরের সঙ্গে প্রচুর মানুষের ভাবাবেগ জড়িয়ে। কোনও ভক্তের ভাবাবেগে আঘাত না দিয়ে ঐতিহ্য ও পরম্পরা মেনে মন্দিরের কাজ করা হবে। কালীঘাট মন্দির কমিটির সভাপতি শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘ আসল সোনা অর্থাৎ যে সোনা দিয়ে গয়না তৈরি হয়, সেরকম ৫ কেজি সোনা দিয়েই ওই চূড়া বানানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই মন্দিরের সাজসজ্জার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে ওঁরা (রিলায়েন্স গোষ্ঠী)।’

এই সেই সোনার মোড়কে মন্দিরের চূড়া

এই সেই সোনার মোড়কে মন্দিরের চূড়া

কালীপুজোর পর থেকেই মূল মন্দির এবং গর্ভগৃহের কাজ শুরু হয়। এই অংশটি গ্রেড এ হেরিটেজের আওতাভুক্ত। সেই কারণে কলকাতা পুরসভা হেরিটেজ কমিটি এবং রাজ্য হেরিটেজ কমিশনের অনুমতি নেওয়া হয়েছে। তারপর কাজ শুরু হয়। গত বছর জুন মাসে কালীঘাট মন্দিরের সৌন্দর্যায়নের কাজের দায়িত্ব পায় রিলায়েন্স গোষ্ঠী। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, তাঁর স্ত্রী নীতা আম্বানি কালীঘাট মন্দিরের ব্যাপারে খুবই উৎসাহী। রাজ্য সরকারের তরফে আম্বানি গ্রুপকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক ভাবে গত বছর পুজোর আগে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।

Ayodhya Ram Mandir : উদ্বোধনে থাকবেন মামলাকারী ইকবাল আনসারি, আমন্ত্রণ রাম মন্দির কর্তৃপক্ষের
গত বছর চৈত্র সংক্রান্তিতে কালীঘাট মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের সংস্কার নিয়ে খোঁজ করার সময় তিনি লক্ষ্য করেন কিছুটা বিলম্ব হচ্ছে। এরপরেই রিলায়েন্স গোষ্ঠীকে এই কাজের বরাত দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণের কাজ শুরু করেন। আর কয়েক মাসের মধ্যে ঐতিহ্যশালী কালীঘাট মন্দিরের নবসজ্জিত রূপ সাধারণ মানুষের জন্য সামনে তুলে ধরা হবে বলেই আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *