Abhishek Banerjee Move To Supreme Court Against Justice Abhijit Ganguly


এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর জন্য আর্জিও জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের আবেদনে ঠিক কী জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
জানা গিয়েছে, তিনি সর্বোচ্চ আদালতে আবেদনে জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরই প্রেক্ষিতে বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে যাতে দ্রুত নির্দেশ দেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, কেন রাজ্যপাল হস্তক্ষেপ করছেন না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। পাশাপাশি দুর্নীতির মামলার তদন্ত ঠেকানোর জন্য রাজ্য কত টাকা খরচ করেছে, সেই হিসাবও প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা চলছে। এই মামলার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান সামনে আনার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার তাঁর এজলাস থেকে মামলা সরানোর জন্য আবেদন করা হল সর্বোচ্চ আদালতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন, যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ তৈরি করে দেন। সেই বেঞ্চেই এই মামলাগুলির শুনানি হোক। এখন দেখার সুপ্রিম কোর্টে এই মামলা কোন দিকে মোড় নেয়।

Calcutta high court Justice: শীঘ্রই নতুন বিচারপতি পেতে পারে কলকাতা হাইকোর্ট, নাম সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সৌমেন নন্দী ও রমেশ মালিকের দায়ের করা দুটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানো হয়েছিল। তবে অন্যান্য মামলাগুলি চলছিল তাঁর এজলাসেই।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দুটি মামলা অন্য বিচারপতির এজলাসে সরান। এই ঘটনায় রাজ্যে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। এদিকে সম্প্রতি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পালটা সরব হয়েছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্যের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *