প্রসেনজিৎ বেরা

পশ্চিমবঙ্গে কংগ্রেস কাদের হাত ধরবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও লোকসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতি শুরু করতে কাল, শনিবার এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মির প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চলেছেন। বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে দু’দফায় এই বৈঠক হতে পারে।

লোকসভা ভোটের দিকে তাকিয়ে মাসখানেক আগে জম্মু ও কাশ্মীরের নেতা মিরকে কংগ্রেস হাইকম্যান্ড বাংলার পর্যবেক্ষকের দায়িত্ব দেয়। তারপরে মির এই প্রথম বাংলায় এসে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে চলেছেন। প্রদেশ কংগ্রেসের সব সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে প্রথমে বৈঠক করবেন তিনি। পরে সব জেলা সভাপতি, শাখা সংগঠনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কাশ্মীরের এই নেতা।

কী অ্যাজেন্ডা রয়েছে বৈঠকের? প্রদেশ কংগ্রেসের প্রথম সারির এক নেতার কথায়, ‘পশ্চিমবঙ্গ নিয়ে হাইকম্যান্ডের কী ভাবনা রয়েছে, এআইসিসি-র পর্যবেক্ষক হিসেবে মির তার ব্যাখ্যা দেবেন। নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নির্দেশও দিতে পারেন। এ ছাড়া রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলার উপর দিয়ে যেহেতু যাবে, তাই সে বিষয়েও আলোচনা হবে।’

প্রদেশ কংগ্রেসের একাধিক নেতার পর্যবেক্ষণ, বাংলায় কংগ্রেসের জনসমর্থন মূলত মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে। এই জেলাগুলিতে সংখ্যালঘুদের উল্লেখযোগ্য উপস্থিতিও আছে। জোড়াফুলের ছায়া থেকে কংগ্রেস এই জনভিত্তিকে ফেরাতে চাইছে। এই সমীকরণ মাথায় রেখেই এ বার মিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Congress Party : কো-অর্ডিনেটর নিয়োগ কংগ্রেসের, বঙ্গে জোটে ধন্দই
লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত করে দিল্লির হাইকম্যান্ড। তবে প্রদেশ কংগ্রেস প্রার্থীদের নাম সুপারিশ করে। একটি লোকসভা কেন্দ্রের জন্য একাধিক নাম সুপারিশ করা হয়। রাজ্যস্তরে এই প্রার্থী বাছাইয়ের জন্য ইলেকশন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অধীর নতুন ইলেকশন কমিটির সদস্যদের খসড়া নামের তালিকা হাইকম্যান্ডের কাছে পাঠিয়েছেন বলে বিধানভবন সূত্রের খবর। তবে এই তালিকায় মল্লিকার্জুন খাড়গে পুরোপুরি অনুমোদন দেবেন, নাকি তালিকা সংশোধন করবেন—কয়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে বলে সূত্রের খবর।

এআইসিসি-র এক সদস্যের কথায়, ‘যে নামের তালিকা গিয়েছে, সেখানে একাধিক প্রবীণ নেতার নাম নেই। হাইকম্যান্ড এই নেতাদের চেনেন। এঁদের বদলে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের প্রার্থী বাছাই প্রক্রিয়ার অভিজ্ঞতা নেই। ফলে হাইকম্যান্ড প্রদেশ সভাপতির পাঠানো ইলেকশন কমিটির সদস্যদের নামের তালিকায় সংযোজন-বিয়োজন করতে পারে।’ কয়েক দিন আগেই দেশের রাজ্যের মতো বাংলার ৪২টি লোকসভা আসনের কো-অর্ডিনেটরের নাম এআইসিসি ঘোষণা করেছে।

এই কো-অর্ডিনেটরদের আজ, শুক্রবার দিল্লিতে ডাকা হয়েছে। খাড়গের উপস্থিতিতে এঁদের নিয়ে একটি কর্মশালা হবে, যেখানে সংশ্লিষ্ট লোকসভায় কো-অর্ডিনেটরের ভূমিকা কী হবে, তা ব্যাখ্যা করবেন এআইসিসি-র প্রথম সারির নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *