Gangasagar Mela 2024 : সংক্রান্তির পুণ্যস্নানের আগেই রেকর্ড ভিড় গঙ্গাসাগর মেলায়, দেখুন ভিডিয়ো – more than forty five lakhs pilgrimage already came at gangasagar mela 2024


কপিল মুনির আশ্রমকে ঘিরে শুধু কালো মাথার ভিড়। সাগরে ডুব দিয়ে পাপক্ষয় করছেন লাখ লাখ মানুষ। রঙিন আলোয় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। মকর সংক্রান্তির দুদিন আগেই জমজমাট এবারের গঙ্গাসাগর মেলা। কত পুণ্যার্থী এসেছেন ইতিমধ্যে? জেলা প্রশাসনের তথ্য চমকে দেওয়ার মতো।

কত ভিড় গঙ্গাসাগরে?

গত ১৮ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর থেকেই উন্নতিদের ঢল নেমেছে গঙ্গাসাগরের এই বেলাভূমিতে। জেলা প্রশাসন জানিয়েছে, ১৩ তারিখ অর্থাৎ শনিবার দুপুর বারোটা পর্যন্ত ৪৫ লাখ পণ্যার্থী গঙ্গাসাগরে রেখেছেন। শনিবার বিকেলে গঙ্গাসাগরের মেলা অফিসে একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সে কথাই ঘোষণা করলেন।

এদিনের সাংবাদিক বৈঠকের শুরুতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ৯ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য মাথাপিছু পাঁচ লাখ টাকার বীমা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিষেবা সরকারি কর্মী, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পরিবহন কর্মী এবং স্বেচ্ছাসেবীদের ও এই বিমান আওতায় রাখা হয়েছে। এছাড়া কপিলমুনি আশ্রম সহ মেলা চত্বরকে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে। নতুন করে বন্ধুর সংলগ্ন এলাকায় বিশ্রামাগার, নতুন নতুন পাকা রাস্তা, স্ট্রিটলাইট, তীর্থযাত্রী নিবাস, পানীয় জলের ব্যবস্থা ও দশ হাজারেরও বেশি শৌচালয় গড়ে তোলা হয়েছে গঙ্গাসাগর প্রাঙ্গনে।

কী ব্যবস্থা থাকছে?

এবারের মেলায় পুণ্যার্থীদের জন্য ২২ টি জেটি তৈরি করা হয়েছে। তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে আড়াই হাজার বাস, ছটি বার্জ, ৩৮ টি ভেসেল ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশায় তীর্থযাত্রীদের যেতে নিরাপদে পারাপারের জন্য মুড়িগঙ্গা নদীতে থাকা বিদ্যুতের টাওয়ারে এবং যেটিতে শক্তিশালী কুয়াশা ভেদে আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি যানবাহন এবং ভেসেল লঞ্চকে জিপিএস ট্র্যাকিং এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে ১৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে গঙ্গাসাগর প্রাঙ্গণে। ২৪০০ জন সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক ও অসামরিক প্রতিরক্ষা দফতরের জল প্রহরী তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতি মুহূর্তে সজাগ রয়েছেন গঙ্গাসাগর প্রাঙ্গনে।

Gangasagar Mela 2024 : পুণ্য স্নানে এসে হৃদরোগে আক্রান্ত, গঙ্গাসাগর মেলায় মৃত্যু ভিন রাজ্যের ২ পুণ্যার্থীর
এছাড়াও যে সমস্ত পুন্যার্থী গঙ্গাসাগরে আসতে পারছেন না তাদের জন্য কপিলমুনি মন্দিরের প্রসাদ এবং পবিত্র গঙ্গাজল অনলাইন বুকিং এর মাধ্যমে বাড়িতে বসেই যাতে তারা পেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এবছর মকর সংক্রান্তির পূর্ণ স্নান রবিবার রাত্রি ১২-১৩ মিনিট থেকে শুরু করে সোমবার রাত্রি ১২-১৩ মিনিট পর্যন্ত চলবে বলে ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় বিষয়ক দফতরের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্যের বিদ্যুৎ আবাসন ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শেষ ও জলপথ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিম হাজরা সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *