ঠিক কী বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা?
মঙ্গলবার অনশন মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এদের যদি কিছু হয় সেক্ষেত্রে বাংলায় আগুন জ্বলবে।’ তিনি DA আন্দোলনকারীদের উদ্দেশে আরও বলেন, ‘ডাক দিন নবান্ন অভিযানের। আমি থাকব। সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে থাকব। ওদের দাবি ন্যায্য। তবে সামনে মাধ্যমিক। বহু পড়ুয়া পরীক্ষা দেবেন। তাঁদের কথাটা বিবেচনা করে দেখতে হবে।’
এদের যদি কিছু হয় সেক্ষেত্রে বাংলায় আগুন জ্বলবে
শুভেন্দু অধিকারী
পাশাপাশি সরকারি কর্মীদের DA থেকে শুরু করে নিয়োগ, অন্যান্য দাবিগুলি নিয়ে ফের একবার উত্তাল হবে বিধানসভা, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ নিয়োগ থেকে শুরু করে সরকারি কর্মীদের অন্যান্য দাবি প্রসঙ্গ উত্থাপন করা হবে বিধানসভার অন্দরে।’
উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়দিনের আগেই আরও চার শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গত বছরের বাজেট অধিবেশনের দিন সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। আপাতত ১০ শতাংশ DA পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।
যদিও এখনও কেন্দ্র এবং রাজ্য সরকারের ডিএ-র ব্যবধান বিস্তর। DA মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। তিনটি সংগঠন এই মামলা চালাচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আন্দোলনের ধার আরও বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই খুশি সংগ্রামী যৌথ মঞ্চের DA আন্দোলনকারীরা।
অন্যদিকে, পালটা সরব হয়েছেন কুণাল ঘোষও। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা বিরোধীদের জন্য মঞ্চ খুলে রাখছেন। তাঁদের বক্তব্য অযৌক্তিক। শুভেন্দু অধিকারী বলছেন, ওদের কিছু হলে আগুন জ্বলবে। এটা কোনও গভীর চক্রান্তের ইঙ্গিত। এই উসকানিমূলক কথা থেকে তা স্পষ্ট।’