Netaji : ব্রিটিশের চোখে ধুলো দিয়ে চলত গুপ্তসমিতি, শ্রদ্ধাজ্ঞাপন নেতাজির স্মৃতি বিজড়িত কোদালিয়ায় পৈতৃক ভিটেতে – netaji subhash chandra bose birthday celebrated at ancestral home kodalia village south 24 parganas


Netaji Jayanti : দেশের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায়। মঙ্গলবার সাড়ম্বরে নেতাজি জন্মজয়ন্তী পালিত হল তাঁর জন্মভিটেতে। প্রচুর অনুরাগী এদিন ঘুরে দেখেন নেতাজির বাড়ি।

মঙ্গবার ১২৭তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হচ্ছে তার পৈতৃক ভিটেতে। প্রতি বছরের মত এবারও সোনারপুরের কোদালিয়ায় জন্মদিন পালন করা হচ্ছে নেতাজি কৃষ্টি সংসদের পক্ষ থেকে। কৃষ্টি সংসদের পক্ষ থেকে এদিন সকালবেলা নেতাজির বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে নেতাজির প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়।

নেতাজির যে পৈতৃক বাড়ি তা আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ সকাল ৯ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকবে এই বাড়ি। এদিন সকাল থেকেই নেতাজি ভক্তরা ভিড় জমান সেই বাড়িতে। নেতাজির ব্যবহৃত ঘর এবং তার ব্যবহার করা নানান জিনিসপত্র দেখার সুযোগ মেলে জনসাধারণের। নেতাজির ব্যবহৃত ঘর এবং তার ব্যবহার করা নানান জিনিসপত্র দেখছেন তারা। নেতাজির জন্ম মুহূর্ত অর্থাৎ দুপুর 12:15 মিনিট নাগাদ রয়েছে বিশেষ অনুষ্ঠান।
নেতাজি কৃষ্টি সংসদ সম্পাদক পল্লব কুমার দাস জানান, আজকে নেতাজির জন্মদিন উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান রয়েছে। দুপুর ১২.১৫ মিনিটে নেতাজির জন্মের পুণ্য লগ্নে শঙ্খধ্বনি দেওয়া হয়। অনেক বিশিষ্ট মানুষ, সংগঠনের তরফে মাল্যদান, বক্তৃতার আয়োজন করা হয়ছে। ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আজকের পাশাপাশি, আগামী ২৬ জনুয়ারি নেতাজির পৈতৃক ভিটের গৃহ এবং সংগ্রহশালা খোলা থাকবে জনসাধারণের জন্য।

Mamata Banerjee : ‘২০ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি!’ সরকারি ছুটি নিয়ে মন্তব্য মমতার, কটাক্ষ শুভেন্দুর
ব্রিটিশ শাসন কালে ইংরেজদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুরপাড়ে ও বাগানবাড়িতে বসে একাধিক গুপ্ত সমিতির সভাও করেছেন নেতাজি। সুভাষ চন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়ি তৈরি করেছিলেন। আগে বাড়িটি সংস্কারের অভাবে ধুঁকছিল। তবে রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার ঘটিয়েছে কিছুদিন আগেই। হেরটেজ কমিশন ও পূর্ত দফতর এই বাড়িটি সংস্কারের কাজে হাত লাগিয়েছিল।
নেতাজির কোদালিয়ার বাড়িতে রয়েছে আলাদা সংগ্রহশালা করা হয়েছে। সাধারণ মানুষ এইদিন নেতাজির ব্যবহৃত নানা জিনিস, আসবাবপত্র দেখার সুযোগ পান। এই বাড়িতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে দুর্গাপুজো। জানা যায়, ১৯২৮, ১৯৩৭ ও ৩৯ সালে এই বাড়িতে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *