Bharat Jodo Nyay Yatra : ‘১০-১৫ মিনিটের জন্যও আসতে পারেন,’ মমতাকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদানের আহ্বান কংগ্রেসের – congress leader jairam ramesh appeals mamata banerjee to join bharat jodo nyay yatra and sudip bandyopadhyay also given reaction


আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়বে বলে বুধবার সাফ জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বিষয়ে তাঁকে কিছু জানান হয়নি বলেও দাবি করেছেন মমতা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা মানতে নারাজ কংগ্রেস।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। খাড়গেজি তাঁকে চিঠি দিয়েছিলেন, ইমেইলও করেছিলেন। আমরা আজও মনে আছে ২০১১ সালে তৎকালীন ইউপিএ ২ সরকারের আমলে আমরা জমি অধিগ্রহণ আইন এনেছিলাম, ২০১৩ সালে তা পাশ হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন না দিলে সেটি পাশ হত না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা খুবই সম্মান করি। একইসঙ্গে বলতে চাই, আমরা কিছু না কিছু মধ্যবর্তী পথ অবশ্যই বের করব। আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে সর্বোচ্চ জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই বিজেপিকে হারাতে হলে তৃণমূলের থাকা খুবই জরুরি। আমরা চাই তৃণমূল আসুক ও ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিক, বিশেষত মুখ্যমন্ত্রী নিজে আসুন। আমি জানি তাঁর প্রচুর কাজ, তবুও যদি তিনি ১০-১৫ মিনিটের জন্যও আসতে পারেন, তাহলে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাহাত্ম্য আরও বাড়বে।
এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য মন্তব্য ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন তা ঠিক।’ তিনি বলেন, ‘আপনারা (কংগ্রেস) পশ্চিমবঙ্গে আসছেন, ইন্ডিয়া জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিকের রাজ্যে আসছেন যেখানে মুখ্যমন্ত্রীও রয়েছেন, সেখানে তাঁর সঙ্গে একবার আলোচনা করে আসলেই তো সবচেয়ে ভালো হত। পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রী একাই যথেষ্ট। কোনও ন্যায় যাত্রার দরকার নেই। আর যদি ন্যায় যাত্রা করারই ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে করতে পারতেন।’ অন্যদিকে আবার এই রাজ্যে ইন্ডিয়া জোট কার্যকরী না হওয়ার কারণ হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোট নিয়ে প্রথমদিকে যখন বৈঠক শুরু হয় সেই সময় কংগ্রেস ও তৃণমূল শীর্ষ নেতৃত্বকে আলোচনার টেবিলে পাশাপাশি দেখা গেলেও রাজ্যে কখনও সেভাবে কাছাকাছি আসতে দেখা যায়নি এই দুই দলকে। একদিকে যেমন লাগাতার তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানা করে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তেমনই পালটা কংগ্রসেকে আক্রমণ করেছেন তৃণমূল নেতারাও। আর বুধবার সরাসরি এই রাজ্যে জোট সম্ভাবনা খারিজ করে দেন মমতা। এখন দেখার জয়রাম রমেশের এহেন মন্তব্যের পরে রাজনৈতিক চিত্রে কোনওরকম পরিবর্তন আসে কি না

প্রীতম বন্দ্যোপাধ্যায় এর বিষয়ে

প্রীতম বন্দ্যোপাধ্যায়
প্রীতম বন্দ্যোপাধ্যায়

গত কয়েক বছর যাবত সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রীতম। টেলিভিশন হোক বা ডিজিটাল মিডিয়া, সমস্ত মাধ্যমেই তিনি সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ফিল্ড রিপোর্টিং এবং ক্যামেরার সামনে ও পিছনে কাজের বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে যুক্ত এই সময় ডিজিটাল-এর আঞ্চলিক সংবাদ ডেস্কে। রাজনীতি ছাড়াও খবরের বিভিন্ন আঙ্গিকে তাঁর যাতায়াত রয়েছে। অবসরে বাংলা লোক সংগীত পরিবেশনা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, বাইক রাইডিং, জঙ্গল সাফারি ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর প্রতি রয়েছে প্রীতমের বিশেষ আগ্রহ।… Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *