Mary Kom Retirement: অবসর ঘোষণার কিছু ঘণ্টাতেই ফিরলেন রিং-এ! অবসর-জল্পনায় মেরি কম জানালেন…


 ‘আমি আরও কিছুদিন রিংয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু বয়সের কারণেই অবসরে বাধ‌্য হলাম।’ রিং থেকে অবসর ঘোষণার পরই বলেছিলেন মেরি কম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উল্টোসুর গাইলেন বক্সার। ডিব্রুগড়ে স্কুলে শুধুই অলিম্পিকের বয়সসীমা নিয়ে কথা হয়েছে। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অবসর-জল্পনা উড়িয়ে এমনই বিবৃতি মেরি কমের। এখনই রিং ছাড়ার প্রশ্নই নেই। অবসর ঘোষণা করতে হলে সংবাদ মাধ্যমের সামনেই করবেন, জানালেন বক্সার। 


Updated By: Jan 25, 2024, 10:35 AM IST





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *