জানা গিয়েছে, বুধবার অনুব্রত মণ্ডল গোষ্ঠীর তৃণমূল কর্মী হিসেবে চারজন বোলপুরে একটি খেলা দেখে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গ্রামে ঢোকার পথে কাজল শেখ গোষ্ঠীর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। পালটা কাজল শেখ গোষ্ঠীর তরফেও কেষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। বোমা গুলি নিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। কয়েকজনের মাথা ফাটে। কারও কারও পা ভেঙেছে বলেও জানা যাচ্ছে।
অনুব্রত মণ্ডল গোষ্ঠীর তৃণমূল কর্মী শেখ আরমান বলেন, ‘কাজলের লোক করেছে। আমাদের ভুল একটাই, আমরা খেলা দেখতে গিয়েছি! আমরা তৃণমূল করি,এখন সবই তৃণমূলই করে, যারা মেরেছে ওরাও তৃণমূল করে, ওরা কাজলের দল করে,আমরা কেষ্ট মণ্ডলের দল করি।’আবার শেখ সিরাজ রহমান নামে এক ব্যক্তির পালটা অভিযোগ, ‘হঠাৎ আমার বাড়ির পাশে বোমা ফাটায়। শেখ শ্যামল, শেখ সুকুর, শেখ আরমানরা বোমা মারে। ওরা অনেকদিন সিপিএম করেছে, তারপর বিজেপি করে আবার তৃণমূলে এসেছে।’
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, বীরভূম জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একে অপরের ‘বিরোধী’ বলেই পরিচিত। যদিও গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত। আবার গত পঞ্চায়তে নির্বাচনে জেলা পরিষদ আসনে লড়াই করে জয়ী হওয়ার পর তাঁকে সভাধিপতি করে তৃণমূল। কিন্তু সূত্রের খবর, সম্প্রতি বীরভূম জেলার নেতৃত্বে সঙ্গে বৈঠকে বেশকিছু বিষয় নিয়ে কাজলের বিরুদ্ধে রীতিমতো উষ্মা প্রকাশ করেন দলনেত্রী। সেক্ষেত্রে তারপরেই এই ঘটনা, রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে বীরভূম জেলার রাজনীতিতে।
