Rahul Gandhi: কেন ফের ‘ভারত জোড়া যাত্রা’? শিলিগুড়িতে ব্যাখ্যা দিলেন রাহুল… Rahul Gandhis BharatJodoNyanYatra in Bengal


মৌমিতা চক্রবর্তী: লোকসভা ভোটের আগে ফের ‘ভারত জোড়া যাত্রা’। কেন? শিলিগুড়িতে রাহুল গান্ধী বললেন রাহুল গান্ধী বললেন,  ‘লোকেরা বলেছিল, ‘আপনি কন্যাকুমারী থেকে কাশ্মীর যাবেন। কিন্তু বাংলার কী হবে? অসমে কী হবে? ওড়িশার কী হবে? নাগাল্যান্ড, মণিপুরের কী হবে? তাই আমি সিদ্ধান্ত নিলাম, পূর্ব থেকে পশ্চিম,মণিপুর থেকে মহারাষ্ট্র ফের ভারত জোড়া যাত্রা করব’।

ঘটনাটি ঠিক কী? দিল্লি হয়ে ফের বাংলায় রাহুল গান্ধী। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ‘ন্যায় যাত্রা’ শুরু করলেন তিনি। কবে? আজ, রবিবার। ৩১ জানুয়ারি বিহারে হয়ে যাত্রা পৌঁছবে মালদহ ও মুর্শিদাবাদে।  

সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। শিলিগুড়িতে রাহুল বলেন, ‘ভারতে যে ঘৃণা ছড়ানো হচ্ছে,ছড়িয়ে পড়ছে এক ধর্ম, আর ধর্মের মধ্যে, এক ভাষা, অন্য ভাষার মধ্যে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। আপনার কি সহমত যে, দেশে হিংসা, ঘৃণায় কোনও লাভ হয় না?’ যদি কোনও ভারতীয় চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করে, হিংসা-ঘৃণায় আমার লাভ হয় বা দেশের লাভ হয়, ভিতর থেকে উত্তর পেয়ে যাবে, হিংসা ঘৃণা থেকে কারও কোনও লাভ হয় না। কিন্তু আমরা দেখছি, আস্তে আস্তে এই ভালোবাসার দেশটায় ঘৃণা ছড়িয়ে পড়ছে। কারণ আছে’।

কী কারণ? রাহুলের দাবি, ‘যদি কোনও যুবককে জিজ্ঞেস করেন, পড়াশোনার পর কী করতে চান? সবাই বলবে, আমি চাকরি করতে চাই। রোজগার করতে চাই। কিন্তু বাস্তব হল, আজ দেশে যদি কেউ কাজ চায়, তাহলে কাজ মিলবে না। যুবকরা তাঁদের স্বপ্ন পূরণ করতে পারছে না। মনে ঘৃণা,রাগ জন্ম নিচ্ছে’।

সবিস্তারে আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *