Anubrata Mondal : অনুব্রতর মঙ্গল কামনায় বোলপুরে যজ্ঞের আয়োজন, উচ্ছ্বসিত কেষ্ট শিবির – anubrata mondal tmc leader well wishers are arranging mahayagya in bolpur birbhum on 10 february


কয়েকদিন আগে বীরভূম জেলার নেতানেত্রীদের নিয়ে বৈঠকে অনুব্রত মণ্ডলের কথা শোনা গিয়েছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আর তারপর থেকেই বীরভূমের মাটিতে ফের নতুন উদ্যমে মাঠে নামে কেষ্ট শিবির। ফ্লেক্স, ব্যানার থেকে শুরু করে তোরণ, সবেতেই নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠতে শুরু করেন অনুব্রত মণ্ডল। আর এবার অনুব্রতর মঙ্গল কামনায় মহাযজ্ঞের আয়োজন হতে চলেছে বোলপুর শহরে। আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুরের রেল ময়দান দুর্গা মন্দিরে এই মহাযজ্ঞের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই সেই যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে একাধিক জায়গায় বিশালাকার ব্যানার ও পোস্টারও পড়েছে। যজ্ঞের আয়োজক হিসেবে পোস্টারের নীচে লেখা রয়েছে ‘প্রিয় অনুব্রত মণ্ডল মহাশয়ের শুভাকাঙ্ক্ষীরা’। ইতিমধ্যেই বোলপুরজুড়ে এই ধরণের পোস্টারে ছেয়ে গিয়েছে। পোস্টারে সমস্ত মানুষকে যজ্ঞে উপস্থিত থাকার আহ্বানও জানান হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বোলপুরের রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। প্রিয় নেতার জন্য যজ্ঞ হওয়ায় খুশি বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি।

প্রসঙ্গত, ২০২২ সালের অগাস্ট মাসে গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূলের তৎকালীন সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন আসানসোল জেলে থাকার পর বর্তমানে তাঁর ঠিকানা দিল্লির তিহাড়। অনুব্রতর অনুপস্থিতিতেই হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। তারপর থেকেই বীরভূমজুড়ে প্রভাব বাড়তে শুরু করে একদা অনুব্রত ‘বিরোধী’ বলে জেলায় পরিচিত কাজল শেখের। পঞ্চায়েত ভোটে জয়ের পর তাঁকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি করে দল। জেলা তৃণমূল সূত্রে খবর, কাজল শেখের উত্থানের সঙ্গেই বীরভূমে ক্রমশ কোণঠাসা হতে শুরু করেন অনুব্রতর অনুগামীরা।

এর মাঝে হাওয়া ঘুরতে শুরু করে। কিছুদিন আগেই বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে ফের একবার অনুব্রতর ওপরেই আস্থা রাখতে দেখা যায় দলেনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উলটে নতুন কোর কমিটি থেকে বাদ পড়েন কাজল শেখ। আর নেত্রীর এই সিদ্ধান্তের পরেই ফের একবার বীরভূমের বুকে চাঙ্গা হয়ে ওঠেন অনুব্রত অনুগামীরা। জেলার ফিরতে শুরু করে অনুব্রত মণ্ডলের ছবি। এর এবার তাঁর মঙ্গল কামনায় জেলায় হতে চলেছে যজ্ঞ। এই প্রসঙ্গে তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন , ‘আমরাও শুনেছি অনুব্রত মণ্ডলের জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে। তবে এই আয়োজন দলের তরফ থেকে করা হয়নি। কিন্তু আয়োজকরা আমাদের জানালে অবশ্যই সেখানে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *