কলকাতা শহর জুড়ে পর্যাপ্ত বাস, ট্রেন, মেট্রো, ফেরি, ভেসেল পরিষেবা সচল রাখতে তৎপর হয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে কোনও গণ পরিবহণ ব্যবস্থায় যাতে কোনও খামতি না থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের তরফে। অতিরিক্ত বাস চানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাসের কী ব্যবস্থা?
রাজ্যের পরিবহণ দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও ডব্লুবিটিসি তিনটি বাস পরিবহণ সংস্থাকেই অতিরিক্ত বাস নামানোর জন্য বলে দেওয়া হয়েছে। শুক্রবার ভোর পাঁচটা থেকে রাস্তায় অতিরিক্ত বাস নামানো হবে। সাধারণ যাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে নামানো হচ্ছে অতিরিক্ত বাস। রাজ্য জুড়ে পরীক্ষার দিনগুলিতে প্রায় তিন হাজার অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামবে।
বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২টি বাস, ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ পর্যন্ত ১টি বাস, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১টি বাস, গড়িয়া থেকে হাওড়া স্টেশন (দেশপ্রিয় পার্ক) পর্যন্ত ২টি, সরশুনা থেকে হাওড়া স্টেশ পর্যন্ত ২টি বাস, দক্ষিণেশ্বর-এসপ্ল্যানে়ড-১ টি বাস, ডানলপ-বালিগঞ্জ- ১টি বাস চেতলা থেকে পাইকপাড়া-১টি বাস, কাকুড়গাছি থেকে বেহালা-২টি বাস, গড়িয়া থেক হাওড়া পর্যন্ত ২টি বাস, যাদবপুর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ১টি বাস, বারাকপুর থেকে হাওড়া স্টেশন-১টি বাস, দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১টি বাস, নিউটাউন থেকে শিয়ালদহ-২টি বাস চলবে বলে জানানো হয়েছে। প্রত্যেক বাসের সামনে মাধ্যমিক স্পেশাল বলে লেখা থাকবে। বাসে আগে পরীক্ষার্থীদের পরে জায়গা থাকলে অভিভাবকদের জায়গা দেওয়া হবে। বাসগুলোতে যাওয়ার জন্য কোনও ভাড়া নেওয়া হবে না। পরীক্ষার শুরু এবং শেষের সময় এই বাস চালানো হবে।
ট্রেনের কী ব্যবস্থা?
রেলের তরফেও কিছু ট্রেন বাড়তি স্টপেজ দেবে বলে জানানো হয়েছে রেলের তরফে। শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে পৌনে ১০টা এবং দুপুর ১টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত একাধিক স্টেশনে বাড়তি সময় ট্রেন দাঁড়াবে। রেলের তরফে জানানো হয়েছে, পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালানখালি হল্ট স্টেশনে ট্রেন দাঁড়াবে। ৮ টা ২২ এ পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, ৮ টা ২৯ এ জগদ্দল, কাঁকিনাড়ায়-এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে ট্রেনগুলো। একইরকম ভাবে উল্টো দিক থেকে পলতা, জগদ্দল থেকে ৮ টা ১৫, ৮ টা ১৭, ৮ টা ২৫ এর লোকালটাও যাবে
মেট্রোর কী ব্যবস্থা?
মেট্রো রেলের তরফেও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবার কথা জানিয়েছে মেট্রো। পরীক্ষার দিন কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো, একই ভাবে দক্ষিণেশ্বর থেকে সকাল ৭টায় প্রথম মেট্রো যাত্রা শুরু করবে। পাশাপাশি সাধারণভাবে ১০ মিনিট অন্তর মেট্রো চললেও পরীক্ষার দিনগুলিতে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ১০ মিনিট থেকে কমিয়ে ৬ মিনিট করার কথা মেট্রো রেল। এমনকি একইসঙ্গে সমস্ত মেট্রো স্টেশনে বাড়তি কাউন্টার খোলা হবে বলেও জানিয়েছে কলকাতা মেট্রো।