Shatabdi express : পাখি মারতে গিয়েই ট্রেনে ঢিল! শতাব্দী এক্সপ্রেসের কাচ ভাঙার ঘটনায় গ্রেফতার ১ – rpf arrested one person in shatabdi express stone pelting case


শতাব্দী এক্সপ্রেসে ঢিল মারার ঘটনায় গ্রেফতার ১। ঢিল ছোড়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। ট্রেনের ওভারহেডের তারে বসে থাকা পাখিকে লক্ষ্য করে ঢিল মারতে গিয়ে, তা কোনওভাবে ট্রেনে লেগে গিয়েছে বলে জেরায় জানতে পেরেছে আরপিএফ। ধৃত ওই যুবককে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

গত ২৩ তারিখ বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশেন কাছে শতাব্দী এক্সপ্রেসের এলিট ক্লাসের কাচের জানলায় পাথরের আঘাত লাগে। তাতে এলিট ক্লাসের কাচ ভেঙে যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। রীতিমতো হুলস্থুলকাণ্ড বেঁধে যায়। ঘটনার খবর পেয়েই তদন্তে নামে আরপিএফ। তবে প্রথমে কোনওভাবেই কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না। অভিযুক্তকে চিহ্নিত করতে রীতিমতো বেগ পেতে হয় আরপিএফ-কে। ওই দিন ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কয়েকজন খেলা করছিল। তাদেরকেও জিজ্ঞাসাদ করা হয়। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। সূ্ত্রের খবর, এরপরেই এক প্রত্যক্ষদর্শীর সন্ধান পাওয়া যায়। তারপরেই আরও খোঁজখবর করে ওই যুবকের বিষয়ে জানা গিয়েছে। অবশেষে পাকড়াও করা হয় ওই যুবককে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা আসল কারণ জানতে পেরেছেন তদন্তকারীরা। এই বিষয়ে আরপিএফ ইন্সপেক্টর এ কে সরকার জানিয়েছেন, শতাব্দী এক্সপ্রেস ঢিল মারার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরকণা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আরপিএফ। শুক্রবার ধৃত যুবককে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃত যুবক স্বীকার করেছে ওভারহেডের তারে পাখি বসে ছিল। আর সেই পাখিকেই লক্ষ্য করে ঢিল মেরেছে সে। কোন কারণে ঢিলটি ওই এক্সপ্রেস গাড়িতে লেগে যায়।

প্রসঙ্গত, এর আগে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে বন্দেভারত এক্সপ্রেসের মত হাই স্পিড ট্রেনে। ঢিলের আঘাতে ভেঙে যায় জানলার কাচও। একবার নয়, বারংবার পাথরের আঘাত ধেয়ে আসতে থাকে বন্দে ভারতের দিকে। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা বাংলাজুড়ে। শুরু হয় এই রাজ্যের শাসকদল ও প্রধান বিরোধী দলের মধ্যে জোর তরজা। যাত্রীদের মধ্যেও ছড়িয়েছিল ব্যাপক আতঙ্ক। প্রতিটি ঘটনাতেই রেলের তরফে দ্রুত তদন্তে নামা হয়। আর তারপর এবার শতাব্দীর মত ট্রেনে পড়ল ঢিল। এবারে ঢিল পড় এলিট ক্লাসে। তবে একের পর পর এক অভিজাত ট্রেনে এই ধরণের ঘটনায় বারেবারেই প্রশ্ন উঠে যাচ্ছে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *