Legislative assembly: হাওড়া পুরসভা বিল আজ বিধানসভায় – west bengal government takes initiative to introduce howrah municipal corporation bill 2024 in legislative assembly


প্রসেনজিৎ বেরা এর বিষয়ে

প্রসেনজিৎ বেরা

অ্যারিস্টটল বিশ্বাস করতেন ‘MAN IS A POLITICAL ANIMAL’ কারণ তাঁর পর্যবেক্ষণ ছিল মানুষ সমাজবদ্ধ ভাবে বেঁচে থাকতে চায়। অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। সমাজ গড়তে চায়। সমাজবদ্ধ ভাবে থেকেই মানুষ উন্নত জীবনযাত্রা যায়। মানব চরিত্র বিশ্লেষণে অ্যারিস্টটলের এই দর্শন আজও অমোঘ সত্য। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরেও মানুষ আজও সমাজবদ্ধ ভাবেই বেঁচে রেয়েছে। সেই সমাজের আনাচাকানাচে এই কলমচি ঘোরাফেরা করে। শিক্ষাগত দিক থেকে স্কটিশচার্চ কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। পেশগত ভাবে রাজনৈতিক সংবাদদাতা। তাই আইনসভার অলিন্দ থেকে রাজনৈতিক দলের দপ্তর, মিটিং-মিছিল থেকে পাওয়ার করিডরে উত্থান-পতনের সাক্ষী হতে হয়। এই পৃথিবীর রণ-রক্ত-সফলতাকে কাছ থেকে দেখার সুযোগ হয়। চলমান ইতিহাসকে কাছ থেকে দেখতে পাওয়া যায়। সেই UNFOLDING HISTORY থেকে কিছু খন্ডচিত্র উঠে আসে কলমে।… Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *