West Bengal Government Employees Are Expecting Da Hike In Budget This Year


West Bengal Govt Employees News: আর মাত্র কিছুক্ষণে অপেক্ষা। তারপরেই ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর বাজেটের একেবারে শেষ লগ্নে রাজ্য সরকারি কর্মীদের জন্য তিন শতাংশ DA-র কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়ছে, চলতি বছরের বাজেটেও কি রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় কোনও চমক থাকবে?

বিষয়টি নিয়ে সরকারি কর্মচারি মহলে তীব্র জল্পনা চলছে। যদিও সরকারিভাবে কিছু জানানো হয়নি। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বাজেটে কী কী থাকবে তা নিয়েও বিস্তর চর্চা চললেও নির্দিষ্ট কিছু নয়। ফলে আদৌ রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য কোনও DA বৃদ্ধি সম্পর্কিত ঘোষণা থাকবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ‘হয়তো গত বারের মতো এই বারেও বাজেটে তিন থেকে চার শতাংশ DA ঘোষণা করে দিতে পারে। তবে কেন্দ্রীয় হারে DA না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আইনি যুদ্ধ চলতেই থাকবে।’

উল্লেখ্য, চলতি বছর বড়দিনের আগেই মেগা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি। ফলে মোট ১০ শতাংশ DA বৃদ্ধি হয়। বিশেষজ্ঞ মহলের একাংশের কথায়, বাজেটে নতুন করে DA বৃদ্ধির কথা ঘোষণা করা নাও হতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আশা ছাড়তে নারাজ।

Sangrami Joutha Mancha : পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি! ডিএ-র প্রতিবাদে উত্তপ্ত নবান্ন চত্বর

ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডা, বিধবা ভাতা এবং আবাস যোজনা নিয়ে বড় কোনও ঘোষণার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনে রেড রোডে ধরনায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Budget 2024-25: ভাণ্ডারে আরও লক্ষ্মীলাভ? বিধবা ভাতা বৃদ্ধি? বাজেটে নজর বাংলার
সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ কেন্দ্র ১০০ দিনের টাকা আটকে রেখেছে। এবার সেই টাকা মেটাবে রাজ্য। আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লাখ মানুষের অ্য়াকাউন্টে পৌঁছে যাবে এই টাকা।’ পাশাপাশি আবাস যোজনা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যাঁরা আবাসের টাকা পাননি তাঁদের জন্যও বড় ঘোষণা করা হতে পারে। সবমিলিয়ে আবাস যোজনা নিয়ে বাজেটে কোনও ইঙ্গিত থাকে কিনা, সেই দিকে এখন নজর রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *