Village Police Salary : ভিলেজ পুলিশদের ভাতা কত? বর্ধিত হারে মিলবে কত টাকা, জানুন বিস্তারিত – village police salary has been increased thousand rupees monthly at west bengal budget


সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সিভিক ভলান্টিয়ার, গ্রিন এবং ভিলেজ পুলিশ কর্মচারীদের জন্য ১০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। যদিও ভিলেজ পুলিশ নতুন করে আর নিয়োগ করা হচ্ছে না বেশ কিছু বছর ধরে।

ভিলেজ পুলিশ পদে যাঁরা কাজ করছেন, তাঁরা এবার থেকে ১০০০ টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন। যদিও, এই ভাতা বৃদ্ধির পর বর্ধিত হারে অর্থ এখনই পাচ্ছেন না তাঁরা। বর্ধিত হারে ভাতা মিলবে অর্থবর্ষ ২০২৪-২৫ থেকে। সেক্ষেত্রে বর্ধিত হারে ভাতা এপ্রিল মাসে গিয়ে ভিলেজ পুলিশদের অর্থ তহবিলে গিয়ে প্রতিফলিত হতে পারে। ভিলেজ পুলিশ সাধারণত ৩৪৪ টাকা প্রতিদিন হিসেবে ভাতা পান। সেক্ষেত্রে তাঁদের মোট কর্মদিবসের হিসেব অনুযায়ী ১০০০ টাকা অতিরিক্ত যোগ হবে।

বাজেটের বিজ্ঞপ্তি

বাজেটের বিজ্ঞপ্তি

মূলত, মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা এই ভিলেক পুলিশ পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীর বয়স হতে হয় ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট জেলা পুলিশের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। প্রার্থীরা ভিলেজ পুলিশ হলে সাধারণ নিজস্ব এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত এলাকার খবরাখবর রাখার কাজ করতে হয়। কোনও অপরাধ সংগঠিত হচ্ছে কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশকে জানাতে হয়। ভিলেজ পুলিশকে নিজের এলাকায় কোথায় কী হচ্ছে সমস্ত কিছু জানতে হয়। এমনকি নিজের এলাকায় যে সমস্ত সিভিক ভলান্টিয়ার রয়েছে তাঁদের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে এদের হাতে। সংশ্লিষ্ট পুলিশের কাজে সহায়তার জন্য নিজের এলাকার সমস্ত খবরাখবর ও তথ্য জানাতে হয় পুলিশকে।

উল্লেখ্য, ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার অতিরিক্ত ১৮০ কোটি টাকা খরচা করতে চলেছে। ভাতা বৃদ্ধির পাশাপাশি ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের রাজ্য পুলিশের সংরক্ষণের পরিমাণ বাড়ানো হয়েছে। বাজেট অধিবেশনে জানানো হয়েছে, রাজ্য পুলিশের নিয়োগের ক্ষেত্রে এতদিন ১০ শতাংশ সংরক্ষণ ব্যবহার করা হত। সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য এই কোটার পরিমাণ বাড়ানো হল। এবার থেকে কোটা বা সংরক্ষণ বাড়িয়ে করা হচ্ছে ২০ শতাংশ।

WB Budget 2024 Update : সিভিক থেকে ভিলেজ, গ্রিন পুলিশ, ভোটের আগে ভাতা বাড়িয়ে বড় চমক মমতার
সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের ভাতা বাড়ানো ছাড়াও অবসরকালীন সুবিধাও বাড়ানো হয়েছে। রাজ্যের এই সমস্ত কর্মীরা এতদিন ধরে অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তাঁরা ৫ লাখ টাকা পাবেন বলেও ঘোষণা করা হয়েছে। এই খাতে রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যবহার করতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *