রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, কার উপর ভরসা রাখল পদ্মশিবির? BJP announces candidate for Rajya sabha Election


মৌমিতা চক্রবর্তী: একসময়ে বিধায়ক ছিলেন। এবার সাংসদ হচ্ছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজ্যসভা ভোটে বাংলা থেকে তাঁকে প্রার্থী করল গেরুয়া শিবির।

আরও পড়ুন:  TMC: দেব-বিতর্কের জের? তৃণমূলের ঘাটাল জেলা সভাপতি থেকে অপসারিত শংকর দলুই!

আর বেশি দেরি নেই। রাজ্যসভায় বাংলার ৫ সাংসদের মেয়াদ শেষ। ভোট কবে? ২৭ ফ্রেরুয়ারি। মনোনয়নের পেশের শেষদিন ১৫ ফেব্রুয়ারি। সংখ্যার নিরিখে এবার রাজ্যসভায় ৪ সাংসদকে পাঠাতে পারবে তৃণমূল। আর ১ জন সাংসদ থাকবেন বিজেপির। প্রার্থী করা হল শমীক ভট্টাচার্যকে।

আর বেশি দেরি নেই। রাজ্যসভায় বাংলার ৫ সাংসদের মেয়াদ শেষ। ভোট কবে? ২৭ ফ্রেরুয়ারি। মনোনয়নের পেশের শেষদিন ১৫ ফেব্রুয়ারি। সংখ্যার নিরিখে এবার রাজ্যসভায় ৪ সাংসদকে পাঠাতে পারবে তৃণমূল। আর ১ জন সাংসদ থাকবেন বিজেপির। প্রার্থী করা হল শমীক ভট্টাচার্যকে।

সুবক্তা হিসেবে খ্যাতি রয়েছে।  রাহুল সিনহা যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন থেকে এ রাজ্যে বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন শমীক। দল বিরোধী কথা বলেননি কখনও। বরং বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করে জানান তিনি। বসিরহাট কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিল শমীক। এরপর গত লোকসভা ভোটে দমদম ও বিধানসভা ভোটে  রাজারহাট নিউটাউন কেন্দ্রে প্রার্থী হলেও জিততে পারেননি।

এদিকে রাজ্যসভার ৪ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। কারা হচ্ছেন প্রার্থী? সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, নাদিমূল হক। সঙ্গে সাংবাদিক সাগরিকা ঘোষও। বাদ পড়েছেন  শান্তনু সেন, আবির বিশ্বাস ও  শুভাশিস চক্রবর্তী।

আরও পড়ুন:  TMC: কংগ্রেসকে সমর্থন নয়, রাজ্যসভার ৪ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *