Dev : এবার দেবকে ED তলব, দিল্লিতে হাজিরার নির্দেশ – tmc mp actor dev summon by ed in delhi


এবার তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে দিল্লিতে তলব করল ED। জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং মামলায় তাঁকে তলব করা হয়েছে। এখনও পর্যন্ত দেবের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যতবার তাঁকে ডাকা হবে তিনি যাবেন। ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

বিস্তারিত আসছে

রিফ্রেশ করুন

তুহিনা মণ্ডল এর বিষয়ে

তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল

তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি ‘খাস খবর’ নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র ‘দৈনিক স্টেটসম্যান’-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।… Read More



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *