Mamata Banerjee : ১ হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ, ঘোষণা মমতার – chief minister mamata banerjee has announced the appointment of one thousand forest volunteers


এই সময়: রাজ্য সরকার এক হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ায় প্রশাসনিক সভায় তিনি জানান, মাসিক ১২ হাজার টাকা বেতনে এই ভলান্টিয়াররা কাজ করবেন। গত কয়েক বছরে হাতির হামলা অথবা সুন্দরবন অঞ্চলে অন্য বন্যপশুর হামলায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিজনদের এই কাজে অগ্রাধিকার দেওয়া হবে।এদিন তিনি বলেন, ‘এক হাজার ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি। আমি মনে করি, জঙ্গল আদিবাসীদের অধিকার। এর মধ্যে সাতশো জন চাকরি পাবেন, যাঁদের পরিবারের কেউ গত কয়েক বছরে হাতির হামলা অথবা অন্য কোনও কারণে মারা গিয়েছেন। তাঁরা ১২ হাজার টাকা প্রতি মাসে মাইনে পাবেন ৬০ বছর বয়স পর্যন্ত।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ৭৩৮ জনের আবেদনপত্র পেয়েছি। সেই কারণে এক হাজার পদ তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, সুন্দরবন এলাকায় এই সব ঘটনা ঘটেছে। তাঁদের এই সুযোগ দেওয়া হচ্ছে।’

আগামী ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী তালিকায় নাম থাকা কয়েকজনের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বিরবাহা হাঁসদা। হাতির হানায় মৃত পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্য সরকার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্কিম ফর রিহ্যাবিলিটেশন বাই প্রোভাইডিং এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট, ২০২৩’ স্কিমের আওতায় চাকরির ব্যবস্থা করেছে।

এ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রেঞ্জ অফিস থেকে মৃতদের পরিবারের সদস্যকে ফর্মও দেওয়া হয়েছে। তা পূরণ করে জেলাশাসকের অফিসে জমা দেওয়ার পর তার সমস্ত নথি পাঠানো হয়েছিল বন দপ্তরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *