শহরের বহু মানুষ এই উদ্যোগে উপকৃত হয়েছেন। কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, মা ক্যান্টিনের উদ্বোধন থেকে শুরু করে অগাস্ট মাস পর্যন্ত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালগুলিতে থাকা মা ক্যান্টিনে উপকৃত হয়েছেন বহু মানুষ। মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত পেয়েছেন অনেকে। সংখ্যাটা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৭২২ জন। এই অর্থবর্ষে ২০২৩ আগস্ট মাস পর্যন্ত এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন ৪৪ লাখ ৯২ হাজার ৮৯৬ জন।
মার্চের শেষের দিকে এই সংখ্যাটা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। অন্যান্য জেলাগুলির থেকে কলকাতায় এই মা ক্যান্টিন অপেক্ষাকৃত বেশি রয়েছে বলে পুর আধিকারিকদের একাংশের দাবি।
এক পুর কর্তা বলেন, ‘মা ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানবিক উদ্যোগগুলির মধ্যে অন্যতম। কলকাতাতেও বহু গরিব মানুষ থাকেন, যাঁদের কাছে ৫ টাকায় একবেলা পুষ্টিকর খাবার মানে অনেকটাই বড় বিষয়। তাঁরা পুষ্টিকর খাবারও পাচ্ছেন। এই পরিষেবার ক্ষেত্রে তাই কোনও আপোস করা হয় না।’
নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন সবজি, চাল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যের দাম বাড়ছে। সেই জায়গায় পাঁচ টাকায় এই ধরনের পুষ্টিকর খাবার অনেকটাই বড় প্রাপ্ত। ফলে তা জারি রাখার বিষয়ে কোনও আপোস করা হবে না বলেও জানানো হয়। পাশাপাশি আরও কয়েকটি জায়গায় মা ক্যান্টিন খোলার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা যায়।