Maa Canteen : ৫ টাকার ডিমভাত, কলকাতাতেই উপকৃত ২ কোটি ছুঁই ছুঁই! – maa canteen 2 crore people may get benefited in kolkata


শহর কলকাতায় কাজের জন্য আসেন বহু মানুষ। আবার কেউ কেউ রুটি রুজির জন্য তিলোত্তমায় আসেন প্রতিদিন। আর শহরে প্রান্তিক মানুষজনকে যাতে খালি পেটে না থাকতে হয় এবং তাঁরা যাতে স্বাস্থ্যকর খাবার পান সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন শুরু করেছিলেন। শহর কলকাতায় পুরসভার তত্ত্বাবধানে চলা এই মা ক্যান্টিনের থেকে সরবরাহ করা প্লেট ২ কোটি ছুঁতে পারে, সূত্রের খবর এমনটাই।কলকাতার বহু মানুষের ভরসা এখন মা ক্যান্টিন। শহর কলকাতার ওয়ার্ডগুলিতে রয়েছে মা ক্যান্টিন। সেখানে ১২টা বাজার সঙ্গে সঙ্গে বহু মানুষ লাইনে দাঁড়ান এবং খাবার সংগ্রহ করেন। পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় তাঁদের পাতে। এর মধ্যে গরম ভাতের সঙ্গে থাকে জাল, আলুর সবজি, সোয়াবিন, ডিমের ঝোল ইত্যাদি। আর খাবার পাওয়া যায় মাত্র পাঁচ টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এই উদ্যোগ শুরু করার পর থেকেই ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল।

শহরের বহু মানুষ এই উদ্যোগে উপকৃত হয়েছেন। কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, মা ক্যান্টিনের উদ্বোধন থেকে শুরু করে অগাস্ট মাস পর্যন্ত কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতালগুলিতে থাকা মা ক্যান্টিনে উপকৃত হয়েছেন বহু মানুষ। মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত পেয়েছেন অনেকে। সংখ্যাটা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৭২২ জন। এই অর্থবর্ষে ২০২৩ আগস্ট মাস পর্যন্ত এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন ৪৪ লাখ ৯২ হাজার ৮৯৬ জন।

মার্চের শেষের দিকে এই সংখ্যাটা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। অন্যান্য জেলাগুলির থেকে কলকাতায় এই মা ক্যান্টিন অপেক্ষাকৃত বেশি রয়েছে বলে পুর আধিকারিকদের একাংশের দাবি।

এক পুর কর্তা বলেন, ‘মা ক্যান্টিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানবিক উদ্যোগগুলির মধ্যে অন্যতম। কলকাতাতেও বহু গরিব মানুষ থাকেন, যাঁদের কাছে ৫ টাকায় একবেলা পুষ্টিকর খাবার মানে অনেকটাই বড় বিষয়। তাঁরা পুষ্টিকর খাবারও পাচ্ছেন। এই পরিষেবার ক্ষেত্রে তাই কোনও আপোস করা হয় না।’

Mamata Banerjee : ১০০ দিনের টাকা নিয়ে ফের বড় ঘোষণা মমতার, একগুচ্ছ নিয়োগের সিদ্ধান্ত

নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন সবজি, চাল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যের দাম বাড়ছে। সেই জায়গায় পাঁচ টাকায় এই ধরনের পুষ্টিকর খাবার অনেকটাই বড় প্রাপ্ত। ফলে তা জারি রাখার বিষয়ে কোনও আপোস করা হবে না বলেও জানানো হয়। পাশাপাশি আরও কয়েকটি জায়গায় মা ক্যান্টিন খোলার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *