Plastic Waste Recycle : প্লাস্টিক রিসাইকেল করে খেলার সামগ্রী শহরের পার্কে – itc limited instant noodles brands sunfeast yippee takes initiative to recycle plastic waste


এই সময়: কলকাতার পার্কে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে তৈরি হলো দোলনা, স্লিপ, সি-স-সহ একাধিক জয় রাইড। আইটিসি লিমিটেডের প্যাকেজড ইনস্ট্যান্ট নুডলস, পাস্তার ব্র্যান্ড ‘সানফিস্ট ইয়েপপি’ আয়োজিত ‘ইয়েপপি বেটার ওয়ার্ল্ড: ক্রিয়েট ম্যাজিক’ কর্মসূচি শুরুর মধ্য দিয়ে কলকাতায় এই উদ্যোগের সূচনা হলো। বৃহস্পতবিবার সকালে এসপ্ল্যানেড লাগোয়া রিপন স্ট্রিটের ট্রায়াঙ্গুলার পার্কে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে তৈরি খেলার সামগ্রী বসানো হয়।সেই উপলক্ষে ওই পার্কে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। প্লাস্টিক রিসাইকেল নিয়ে ‘সানফিস্ট ইয়েপপি’র এই অভিনব উদ্যোগের শরিক ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া।’ এই উদ্যোগের এনজিও পার্টনার, ‘রিসাইকেল ইন্ডিয়া।’

শুধু কলকাতা নয়, সারা দেশের আরও তিন শহরকে এই কর্মসূচির জন্য বাছা হয়েছে। তালিকায় রয়েছে মুম্বই, দিল্লি-এনসিআর ও বেঙ্গালুরু। এই চার শহরের, চারটি করে পার্ককে প্লাস্টিক রিসাইকেল করে তৈরি নানা খেলার সামগ্রী বসানো হয়েছে। কলকাতার চারটি পার্ক—রিপন স্ট্রিটের ট্রায়াঙ্গুলার পার্ক, বেলেঘাটার চিল্ড্রেন্স পার্ক, ভবানীপুরের লেডিস পার্ক, শিয়ালদহের কনভেন্ট পার্ককে বাছা হয়েছে।

নির্মল করো উজ্জ্বল করো

সোমবার ট্রায়াঙ্গুলার পার্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটিসি-র স্ন্যাকস নুডলস অ্যান্ড পাস্তা ডিপার্টমেন্টের মার্কেটিং বিভাগের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট সুরেশ চাঁদ। তিনি বলেন, ‘ভালো কাজই ভালো বিশ্ব গড়তে পারে। এই কথা ইয়েপপি বিশ্বাস করে। তাই ‘বেটার ওয়ার্ল্ড: ক্রিয়েট ম্যাজিক’ কর্মসূচি নেওয়া হয়েছে। সারা বিশ্বেই প্লাস্টিক এখন বিপদ। আমরা চাই মানুষ সচেতন হোক।’

রিসাইকেল ইন্ডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারি আশিস আগরওয়াল এবং কলকাতা পুরসভার ছয় নম্বর বোরোর চেয়ারপার্সন তথা ৬২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানা আহমেদও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁরা দু’জনই প্লাস্টিকের বিপদ নিয়ে শহরের নাগরিক জীবনে সচেতনতা গড়ে তোলার উপরে জোর দেন। তাঁরা জানান, প্লাস্টিক বর্জ্য পুর্নব্যবহার করে এই ধরনের উদ্যোগ কলকাতায় খুব একটা দেখা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *