Debangshu Bhattacharya : অধিকারী গড়ে ‘খেলা হবে’? তমলুকে ‘বড়’ যুদ্ধে মমতার বাজি তরুণ দেবাংশু – debangshu bhattacharya will contest as tmc candidate from tamluk lok sabha constituency


অধিকারী গড় বলে পরিচিত তমলুক বিধানসভা কেন্দ্র। কাঁথি এবং তমলুক এই দুটি আসন মোদীকে উপহার দেবেন, অঙ্গীকার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক আসনে তৃণমূল বেছে নেবে কাকে? এই নিয়ে জেলার নেতারাও ধোঁয়াশায় ছিলেন। সেখানেই কি ‘মাস্টারস্ট্রোক’ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?বাংলার রাজনীতির হাওয়ায় ভাসছে তমলুক আসন থেকে বিজেপি প্রার্থী করতে পারে সদ্য রাজনীতিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই খবরই বোধহয় তৃণমূল কংগ্রেসকে নতুন করে ভাবতে উৎসাহ যোগায়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক আসন নিয়ে লড়াই যে লোকসভায় সর্বোচ্চ পর্যায় পৌঁছবে, সেটা বলাই বাহুল্য।

সেখানেই প্রার্থী তালিকায় চমক দিলেন তৃণমূল নেত্রী। তমলুকে যে এবার ‘খেলা হবে’ সেটাই নাম ঘোষণার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। তৃণমূল কংগ্রেস তরুণ মুখ তথা অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে তমলুক পাঠাচ্ছেন লড়াইয়ের ময়দানে ফাইট দিতে। দলের হয়ে প্রচারে বিভিন্ন জেলায় তাঁর কর্মসূচি বিপুল জনপ্রিয়তা পেয়েছে দলীয় কর্মীদের কাছে। তাঁকে দলীয় প্রচারে হাজির করানোর জন্য বিশেষ অনুরোধ আসে বিভিন্ন জেলা নেতৃত্বের তরফে।

Lok Sabha Election 2024 : জনগর্জন সভার মঞ্চ থেকে ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের, এক নজরে তালিকা

ঝাঁঝালো বক্তৃতা অল্প দিনেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় দেবাংশুকে। এবার সেই তরুণ মুখের উপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত কয়েক মাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে দেখা গিয়েছে দেবাংশুকে। সেক্ষেত্রে, তমলুক আসন থেকেই যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তাহলে খেলা যে জমে যাবে, এরকমটাই বলছেন অনেকে। আবার আরেকাংশের মতে, রাশভারী প্রাক্তন বিচারপতির সামনে তরুণ তুর্কি নেতা আদৌ টিকতে পারবেন না।

TMC Candidate List : সন্দেশখালির ক্ষতে প্রলেপের চেষ্টা! বসিরহাটে পুরনো মুখেই ভরসা তৃণমূলের, কোন অঙ্কে প্রার্থী হলেন হাজি নুরুল?
উল্লেখ্য, গতবার তমলুক আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। তবে শেষ মুর্হুতে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এই আসন থেকেই ফের লোকসভার টিকিট দিয়ে দিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। গতবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু প্রায় দু লাখের কাছাকাছি ভোটে জিতে আসেন। ফলত, বিজেপি এবার যাকেই প্রার্থী করুক না কেন, লড়াইটা যে খুব সহজ হবে না, এরকমটাই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *