সেখানেই প্রার্থী তালিকায় চমক দিলেন তৃণমূল নেত্রী। তমলুকে যে এবার ‘খেলা হবে’ সেটাই নাম ঘোষণার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। তৃণমূল কংগ্রেস তরুণ মুখ তথা অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে তমলুক পাঠাচ্ছেন লড়াইয়ের ময়দানে ফাইট দিতে। দলের হয়ে প্রচারে বিভিন্ন জেলায় তাঁর কর্মসূচি বিপুল জনপ্রিয়তা পেয়েছে দলীয় কর্মীদের কাছে। তাঁকে দলীয় প্রচারে হাজির করানোর জন্য বিশেষ অনুরোধ আসে বিভিন্ন জেলা নেতৃত্বের তরফে।
ঝাঁঝালো বক্তৃতা অল্প দিনেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় দেবাংশুকে। এবার সেই তরুণ মুখের উপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত কয়েক মাসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক মন্তব্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে দেখা গিয়েছে দেবাংশুকে। সেক্ষেত্রে, তমলুক আসন থেকেই যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তাহলে খেলা যে জমে যাবে, এরকমটাই বলছেন অনেকে। আবার আরেকাংশের মতে, রাশভারী প্রাক্তন বিচারপতির সামনে তরুণ তুর্কি নেতা আদৌ টিকতে পারবেন না।
উল্লেখ্য, গতবার তমলুক আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। তবে শেষ মুর্হুতে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এই আসন থেকেই ফের লোকসভার টিকিট দিয়ে দিতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। গতবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু প্রায় দু লাখের কাছাকাছি ভোটে জিতে আসেন। ফলত, বিজেপি এবার যাকেই প্রার্থী করুক না কেন, লড়াইটা যে খুব সহজ হবে না, এরকমটাই ধারণা রাজনৈতিক মহলে।