Jana Garjana Sabha,’৪২ জন প্রার্থীকে নিয়ে র‍্যাম্পে হাঁটব’, ঘোষণা মমতার, একের পর এক চমক তৃণমূলের – mamata banerjee says from brigade parade ground jana garjana sabha she will walk in ramp with 42 candidates


জনগর্জন সভা থেকেই তৃণমূলের ৪২ কেন্দ্রে প্রার্থী ঘোষণার কথা আগেই শোনা গিয়েছিল। এবার ৪২ জন প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হাঁঠবেন বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জনগর্জন সভায় এসে ভাষণ শুরুর আগে ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতার প্রতি হাত নাড়তে ও নমস্কার করতে দেখা যায় তাঁকে। এরপর জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এবার একটা নতুন জিনিস দেখবেন, যা আগে কোনওদিন দেখেননি। ৪২টি কেন্দ্রের প্রার্থীদের নিয়ে আমি এই ব়্যাম্পে হাঁটব আমি।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে দেশ কোন পথে চলবে তৃণমূল ঠিক করবে, বাংলা ঠিক করবে বাংলাই পথ দেখাবে।’

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বর্জন করার লাগাতার অভিযোগ তুলে আসছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা একেবারে সেই ইস্যুতে ক্ষোভ উগরে দেন তিনি। তৃণমূলের মূলত অভিযোগ, কেন্দ্রের বাংলা বিরোধী আচরণের জেরে রাজ্যের মানুষ সার্বিকভাবে অবিচার ও বঞ্চনার শিকার হচ্ছে। গরীব মানুষের অন্ন, বস্ত্র ও বাস্থানের মৌলিক অধিকার ছিনিয়ে নেওযা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

এই প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ, গত পাঁচ বছরে কেন্দ্রে বিভিন্ন করবাবদ বাংলার কাছ থেকে ৪.৬ লাখ কোটি টাকা নিয়েছে। তারপরেও রাজ্যের প্রায় ১.৬০ লাখ কোটি টাকা আটকে রেখেছে। এমনকী জোর করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে ১০০ দিনের কাজের মজুরি, আবাস যোজনার সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে বলে লাগাতার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *