এদিন চন্দ্রকোনা বিধানসভায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ চন্দ্রকোনায় প্রচারে বেরিয়েছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি একাধিক নেতাদের নিয়ে, হঠাৎ করে কৃষকদের মাঠে আলু খুলছে, তা দেখে প্রার্থী মিতালি বাগ, মাঠে নেমে এমনই কীর্তি করলেন কৃষকদের সঙ্গে।
উল্লেখ্য, আরামবাগ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত সেগুলি হল – হরিপাল, তারকেশ্বর, পুরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল এবং চন্দ্রকোনা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীনস্থ।
এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। গতবারের প্রার্থী অপরূপা পোদ্দারকে এবার আর প্রার্থী করেনি শাসক দল। এর বদলে পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে। মিতালি বাগ বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য এবং গোঘাট ২ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী। ভূমিকন্যাকেই এবার প্রার্থী করা হয়েছে। গতবার সামান্য ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার। গত কয়েক বছরে এই আসনে শক্তি বাড়িয়েছে বিজেপি। সেই কারণে, এবার প্রার্থী বদল করে আসনটি ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস।