Mitali Bag : প্রচারে বেরিয়ে নেমে পড়লেন চাষের মাঠে, অন্য মেজাজে TMC প্রার্থী মিতালি বাগ – arambagh lok sabha tmc candidate mitali bag campaigning among the farmers


লোকসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ইতিমধ্যেই তাঁদের ৪২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রচারের মাঝেই জন সাধারণের সঙ্গে নানা কার্যকলাপে মিশে যাচ্ছেন তাঁরা। এবার মাঠে নেমে লাঙল টানতে দেখা গেল আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগকেলোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে ভোট জিততে মরিয়া লোকসভার প্রার্থীরা। নির্বাচনে পেরিয়ে প্রার্থীদের একাধিক প্রতিশ্রুতি তো আছেই, তেমনি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মিতালি বাগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে কৃষকদের সাথে মাঠে লাঙল টানলেন। দেখা গেল, মাটি থেকে হাতে খুলছেন আলু, ঝুড়িতে করে সেই আলু কুড়িয়ে দিচ্ছেন। এক কথায় ভোট প্রচারে বেরিয়ে এলাকাবাসীর মন কাড়তে কত কিছুই না করছেন প্রার্থীরা।

এদিন চন্দ্রকোনা বিধানসভায় আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ চন্দ্রকোনায় প্রচারে বেরিয়েছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি একাধিক নেতাদের নিয়ে, হঠাৎ করে কৃষকদের মাঠে আলু খুলছে, তা দেখে প্রার্থী মিতালি বাগ, মাঠে নেমে এমনই কীর্তি করলেন কৃষকদের সঙ্গে।

উল্লেখ্য, আরামবাগ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে গঠিত সেগুলি হল – হরিপাল, তারকেশ্বর, পুরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল এবং চন্দ্রকোনা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীনস্থ।

Lok Sabha Election 2024: মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনে তৃণমূল
এবারে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। গতবারের প্রার্থী অপরূপা পোদ্দারকে এবার আর প্রার্থী করেনি শাসক দল। এর বদলে পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে। মিতালি বাগ বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য এবং গোঘাট ২ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী। ভূমিকন্যাকেই এবার প্রার্থী করা হয়েছে। গতবার সামান্য ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার। গত কয়েক বছরে এই আসনে শক্তি বাড়িয়েছে বিজেপি। সেই কারণে, এবার প্রার্থী বদল করে আসনটি ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *