Government Jobs Recruitment,সরকারি চাকরিতে নিয়োগ কবে? অভিষেকের জবাব… – abhishek banerjee talks about government job recruitment


সম্প্রতি BJP-তে যোগদান করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার চাকরি প্রসঙ্গে তাঁকে সরাসরি নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’নিয়োগ কবে?’ এই প্রশ্ন চাকরিপ্রার্থীদের মধ্যে ঘোরাঘুরি করছে। এবার ‘নিউজ ১৮ বাংলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি তোপ দেগেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বিচারপতি এই মামলা শুনছিলেন তাঁর ভূমিকা গত কয়েক দিনে স্পষ্ট। সরকার তার মানসিকতা স্পষ্ট করেছে। আমরা চাকরি দিতে চাই। সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিয়ে চায় সেক্ষেত্রে আপনি বলছেন CBI করে দেব। তাঁদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় সেক্ষেত্রে তা করতে দেওয়া হচ্ছে না।’

তাঁর সংযোজন, ‘এবার সরকারের তরফে আবেদন করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের তরফে বলা হয়, আমরা যে কোনও ভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করা উচিত। আমরা যাঁদের চাকরি দিয়েছিলাম তাঁদের চাকরি বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে। না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদন করার জন্য তিনি CBI দিয়ে দেন।’

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল ‘লাইমলাইটে থাকা’, এমনই অভিযোগ শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, ‘আপনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে) নিজে চাননি চাকরি হোক। । কারণ সেই দিন আর আপনি মিডিয়া ফুটেজ পাবেন না।’

উল্লেখ্য, নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় এর আগে একাধিকবার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। যদিও সেই সময়ও বিচারপতির আসনে বসে রাজনীতি করার অভিযোগ করেছিল তৃণমূল।

কিছুদিন আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্বাচনে লড়াই করার বিষয়েও কোনও আপত্তি তোলেননি। তাঁর কথায়, ‘আমি লড়ব কিনা বা আগামীদিনে কোন দায়িত্ব পালন করব সেই সিদ্ধান্ত দল নেবে।’ বিজেপিতে যোগদানের পরেই তিনি আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের শাসক দলকে।

এখনও প্রার্থী নেই বিজেপির, তমলুকে প্রচারের ময়দান দখল সায়ন-দেবাংশুর

এবার নিয়োগ আটকে রাখার জন্য সরাসরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীরাও বিষয়টি বুঝতে পেরেছে বলে দাবি করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *