Aditi Rao Hydari-Siddharth Marriage: তাপসীর পর এবার অদিতি! গোপনেই সিদ্ধার্থের সঙ্গে মালাবদল সারলেন অভিনেত্রী…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমের সময়েও নিজেদের সম্পর্কের কথা গেপন রেখেছিলেন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। এবার একই কাজ করলেন নিজেদের বিয়ে নিয়েও। তাঁরা বিয়ে সারলেন গোপনেই। মার্চ মাসের ২৭ তারিখ তেলঙ্গনাতে বিয়ে সারলেন তাঁরা। 
সূত্রের খবর অনুযায়ী, তেলঙ্গনার শ্রীরঙ্গপূরমের শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরেই তাঁরা বিয়ে সেরেছেন। যদিও এই সম্পর্কে এখনও কোনও রকম কিছু জানানি তাঁরা। জানতে পারা গেছে, খুব তারাতারিই তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে তাঁদের প্রথম ছবি পোস্ট করবেন। সম্পর্কে থাকাকালীনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রকম মন্তব্য করেননি। 

আরও পড়ুন: Shakib Khan| Mahiya Mahi: পর্দার রোমান্টিক জুটি এবার মা-ছেলে! শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি!
২০২১ সালে ‘মহা সমুদ্রম’ সিনেমার শ্যুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কের সূচনা হয়। তারপর থেকে বহুবার একসঙ্গে  দেখতে পাওয়া গেছে তাঁদের। এমনকি সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে ছবিও দেখতে পাওয়া গেছে তাঁদের। তাঁরা নিজেরাই সেই ছবি পোস্ট করেছেন তাঁরা। 
বাস্তবের জীবনে তাঁদেরকে দম্পতি হিসেবে দেখতে পেয়ে খুশি অনেকেই। যদিও অদিতির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে আইনজীবি সত্যদীপ মিশ্রর সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে সত্যদীপকে বিয়ে করেছিলেন তিনি। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও এখনও তাঁরা ভালো বন্ধু।

আরও পড়ুন: Ditipriya Roy: প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া! কে তাঁর মনের মানুষ?
শুধুমাত্র হিন্দি ছবিতেই না,  দক্ষিণী চলচ্চিত্রেও তাঁদের অভিনয় সকলের নজর কেড়েছে। বলা চলে মূলত দক্ষিণী চলচ্চিত্রেই বেশি কাজ করেন তাঁরা। অনস্ক্রিন দম্পতি হিসেবে তাঁদের তো ইতিমধ্যেই দেখতে পাওয়া গেছে, তবে এবার অপেক্ষা তাঁদের অফস্ক্রিন রোম্যান্স দেখতে পাওয়ার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *