অশান্তি থামার নামই নেই কোচবিহারে। আবার হামলা মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে। হামলায় ভেঙে গিয়েছে গাড়ির কাচ। আর সেই হিংসা ও অশান্তি প্রসঙ্গে এবার কড়া প্রতিক্রিয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। কোনওভাবেই হিংসা বরদাস্থ করা হবে না বলে ফের এবার বার্তা দিলেন রাজ্যপাল।জলপাইগুড়ি যাওয়ার জন্য সোমবারই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল। সেখানে কোচবিহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, হিংসা চলছেই, ‘আমরা যে কোনও মূল্যে হিংসাকে দমন করব। এটা লম্বা প্রক্রিয়া, কিন্ত আমরা এটা করব।’

রবিবার রাতে দিনহাটা থেকে কোচবিহার যাওয়ার পথে ঘুঘুমারি মোড়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। হামলায় ভেঙেছে মন্ত্রীর গাড়ির কাচও। ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনায় মন্ত্রীর অভিযোগ, তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। এই নিয়ে অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন উদয়ন।

ঘটনায় উদয়ন গুহ জানান, তিনি দিনহাটা থেকে কোচবিহার যাচ্ছিলেন। সেখানে পার্টি অফিসে নেতানেত্রীদের সঙ্গে কিছু আলোচনা ছিল। ঘুঘুমারিতে পৌঁছে দেখেন রাস্তায় যানজট। তাঁর নিরাপত্তারক্ষীরা জানান, বিজেপির লোকজন মিছিল করছেন। পুলিশ মন্ত্রীর গাড়ি এগিয়ে দিচ্ছিল। হঠাৎই নিশীথ প্রামাণিকের ইশারায় তাঁর ওপর হামলা চালান হয় বলে অভিযোগ। মন্ত্রীর দাবি, তাঁর এক সঙ্গী ওই হামলায় আহত হয়েছেন। বিজেপি পরিকল্পনামাফিক পুরো ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ মন্ত্রীর। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পালটা নিশীথ প্রামাণিকের দাবি, তাঁর কনভয়েই হামলা চলানোর চেষ্টা হয়েছিল।

প্রসঙ্গত, কিছুদিন আগেও প্রকাশ্যে চলে আসে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর অশান্তি। সেই দিন লোকসভা নির্বাচনের প্রচারকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। ঘটনায় নিশীথ প্রামাণিকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তৃণমূল ও বিজেপির মধ্যেও সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ সামাল দিতে গিয়ে সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র। এমনকী এক তৃণমূল কর্মীরও মাথা ফেটে যায় বলে খবর। জানা যায়, ওই দিন নিবেননগর থেকে প্রচার সেরে ব্যাটাগুড়ি ফিরছিলেন কেচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেই সময় দিনহাটায় উদয়ন গুহর জন্মদিনের উৎসব চলছিল। অভিযোগ, নিশীথের কনভয় থেকে হামলা চালানো হয় তৃণমূল কর্মীদের উপর। তাতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *