যদিও গোষ্ঠীকোন্দলের কথা মানতে চাননি বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি বলেন, ‘কে আমাকে আগে সংবর্ধনা দেবে এ নিয়ে দলের কর্মীদের মধ্যে অতি উৎসাহ ছিল। কোনও হাতাহাতি হয়নি।’ একই বক্তব্য শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়েরও।
এদিকে, এদিনই বুদবুদে প্রচারে বেরিয়ে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কটাক্ষ, ‘তৃণমূলের প্রার্থীকে মন্দিরে গিয়ে লুকোতে হচ্ছে মারের চোটে। আগে নিজেদের সামলাক। এবার পাবলিক দেখাবে।’
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের গন্ডগোলের সূত্রপাত দলের শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ডিএসপি-তে ঠিকা শ্রমিক সংগঠনের রাশ ছিল আমরাই গ্রামের বাসিন্দা শেখ শাহবুদ্দিন ও তাঁর অনুগামীদের হাতে। পরে তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ ওঠে৷ সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয় শাহবুদ্দিন ও তাঁর অনুগামীদের৷
সংগঠনের দায়িত্ব বর্তায় আমরাই গ্রামের বাসিন্দা আমিনুর রহমান ও তাঁর অনুগামীদের উপর। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল। রবিবার যা প্রকাশ্যে চলে আসে কীর্তি আজাদের সামনে। এদিকে, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কখনও ছাগল আবার কখনও মহিষাসুর বলে কটাক্ষ করলেন কীর্তি আজাদ।
তিনি বলেন, ‘বাংলায় একটা প্রবাদ আছে, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। দিলীপ ঘোষ কী বলছেন তা গুরুত্ব দিচ্ছি না। উল্টোপাল্টা মন্তব্য করে বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছেন।’ এর পরেই বলেন, ‘সত্যযুগে একটা মহিষাসুর জন্মেছিল। এখন কলিযুগে একটা মহিষাসুর জন্মেছে। সেটা হলো দিলীপ ঘোষ।’
